Connect with us
ফুটবল

ফাইনালে বার্সাকে হারালেই বোনাস পাবেন রিয়ালের ফুটবলাররা

Real Madrid vs Barcelona
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে রিয়াল-বার্সা। ছবি- সংগৃহীত

নতুন বছরের শুরুটা তাহলে বেশ ভালোভাবেই হতে যাচ্ছে ফুটবল ভক্তদের জন্য। আগামীকালই যে বছরের প্রথম ‘এল ক্লাসিকো’ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটাও আবার স্প্যানিশ সুপার কাপের ফাইনাল ম্যাচ। আগামীকাল (রবিবার) সৌদি আরবের রাজধানী রিয়াদের আল আওয়াল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

এই ফুটবল মহারণকে ঘিরেই এবার রিয়ালের ফুটবলারদের জন্য নতুন করে সুসঃবাদ দিলেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। বার্সাকে কালকের ফাইনালে হারাতে পারলেই রিয়ালের ফুটবলারদের মোটা অঙ্কের অর্থ বোনাস দেয়ার ঘোষণা দিয়েছেন পেরেজ। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ ৪৮ কোটি টাকারও বেশি (৪০ লাখ ইউরো)।

রোমাঞ্চকর ফাইনালকে ঘিরে ফুটবলারদের উদ্বুদ্ধ করতেই মূলত ক্লাবের এমন সিদ্ধান্ত। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে, শিরোপা জিততে পারলে প্রত্যেক ফুটবলার দেড় লাখ ইউরো (১ কোটি ৮০ লাখ টাকা) করে বোনাস পাবেন। খেলোয়াড়দের সাথে কোচিং স্টাফসহ মোট ৪০ লাখ ইউরো বোনাস দেবে রিয়াল মাদ্রিদ। এই টুর্নামেন্টে অংশগ্রহণের কারণে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের থেকে পাওয়া মোট অর্থের অর্ধেকই তারা বোনাস হিসেবে দিয়ে দেবেন।

গত মৌসুমেও সুপার কাপের ফাইনালে এই দু’দলই মুখোমুখি হয়েছিল। সেবার ৩-১ গোলে বার্সার কাছে হারতে হয়েছিল কার্লো আনচেলত্তির দলকে। অবশ্য শেষ দুই এল ক্লাসিকো জিতে নিয়ে আপাতত কিছুটা স্বস্তিতেই আছেন রিয়াল বস। কালকের ম্যাচটি জিততে পারলেই শিরোপার সাথে সাথে বার্সেলোনাকে হারানোর হ্যাট্রিক পূরণ হবে রিয়াল মাদ্রিদের।

অন্য দিকে শিরোপার পাশাপাশি সম্মানের এই লড়াইয়ের আগে চির প্রতিদ্বন্দ্বীদের ম্যাচে ফেভারিট মানতে নারাজ বার্সা কোচ জাভি হার্নান্দেজ, ‘এটা এল ক্লাসিকো ম্যাচ। আমাদের ডিএনএ-র ফুটবল খেলতে পারলে কাল আমরাই জিতবো। এক বছর আগের ফাইনালটি আমার কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা একটি ম্যাচ ছিল। কালকের ম্যাচে আমরা উপভোগ করতে পারলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

এ আসরের মত গতবারও সুপার কাপ ফাইনালে অনেকেই লস ব্লাংকোসদের এগিয়ে রেখেছিলেন। কিন্তু চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়াল সেবার বার্সার কাছে সুপার কাপে সে অর্থে তেমন পাত্তা পেয়েছিল না। ৩-১ ব্যবধানে ম্যাচটি বার্সা জিতে নিয়ে শিরোপা উৎসব করেছিল। বার্সার হয়ে একটি করে গোল করেছিলেন পেদ্রি, গাভি ও লেভানডফস্কি। তবে এবারে লেভানডফস্কি ব্যতীত বাকি দুই জন চোটের কারণে খেলতে পারছেন না।

আরও পড়ুন: লেবাননকে উড়িয়ে দিয়ে এএফসি এশিয়ান কাপের উদ্বোধন করল কাতার 

ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল