প্রতিশোধ যে এতটা মধুর হতে পারে তা রিয়াল মাদ্রিদের সমর্থকরা ছাড়া এই মুহূর্তে কি আর কেউ সেভাবে অনুভব করতে পারছে? ২০২৩ সালের স্প্যানিশ সুপার কাপ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে শিরোপা হারাতে হয়েছিল রিয়ালকে। গতকাল রাতে সেই হারেরই প্রতিশোধ যেন সুদে-আসলে উসুল করলো রাজকীয় মাদ্রিদ। এবার বার্সেলোনাকে ফাইনালে নাচিয়ে রিয়ালের স্প্যানিশ সুপার কাপ জয়।
গতকাল রাত ১ টায় সৌদি আরবের রিয়াদে ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান ক্লাব আল নাসরের ঘরের মাঠ আল আওয়াল স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের ম্যাচে নেমেছিল রিয়াল-বার্সা। তবে আসরটির সবশেষ ফাইনালে রিয়ালকে ৩-১ গোলে উড়িয়ে দেওয়া বার্সাকে গতকাল ৪-১ গোলে বিধ্বস্ত হতে হয়েছে। এর মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বীদের দেওয়া এক হালি গোলের মধ্যে একাই তিন গোল করে হ্যাট্রিক করেছেন রিয়ালের ব্রাজিলিয়ান সেনসেশন ভিনিসিয়ুস জুনিয়র। অন্য গোলটি করেন রদ্রিগো।
তার আগে অবশ্য শুরু থেকেই দুদলের আক্রমণাত্মক ফুটবলে ম্যাচ জমে ওঠে। কিন্তু মাদ্রিদের আক্রমণ সামলাতে হিমশিম খেতে থাকা বার্সেলোনা খুব বেশিক্ষণ প্রতিপক্ষকে আটকে রাখতে পারেনি। ম্যাচের মাত্র ৭ মিনিটের মাথায় গোল করে রিয়ালকে এগিয়ে দেয় ভিনিসিয়ুস। এর মাত্র তিন মিনিট পরে ভিনি আবারও গোল করলে ম্যাচ শুরুর ১০ মিনিটের মাথায় ২-০ গোলে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।
দ্রুত ২ গোলে পিছিয়ে পড়ে বার্সাও তাদের আক্রমণের ধার বাড়িয়ে দেয়। যার সুফল আসে ম্যাচের ৩৩ মিনিটে বার্সা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি দুর্দান্ত ভলি থেকে গোল করলে। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া এই পোলিশ তারকার শট রিয়াল গোলকিপার আন্দ্রে লুনিনের পক্ষে ঠেকানো সম্ভব হয়নি। যদিও ম্যাচ জুড়ে দুর্দান্ত কিছু সেভ দেখা গেছে লুনিনের কাছ থেকে। এই গোল করে ব্যবধান ২-১ এ নিয়ে আসে জাভি হার্নান্দেজের শিষ্যরা।
কিন্তু এর ঠিক মিনিট ছয়েক পরেই ব্লাউগ্রানা ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর করা ফাউল থেকে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে গোল করে দলকে ৩-১ ব্যবধানে আগানোর সঙ্গে সঙ্গে বার্সার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিকটাও পেয়ে যান ভিনি। কার্যত তখনই ম্যাচ থেকে ছিটকে যায় কাতালান ক্লাবটি।
৩-১ গোলে শেষ হওয়া প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে রদ্রিগোর গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-১ এ। শেষমেশ আর কোন পক্ষই গোল দিতে না পারায় ম্যাচটি এই অবস্থাতেই শেষ হয়। উল্টো ম্যাচের ৭১ মিনিটে ভিনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আরাউহো। ফলে লাল কার্ড দেখে বার্সাকে ১০ জনের দলে পরিণত করে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচের শেষ ১৯ মিনিটে ১০ জনের বার্সার বিপক্ষেও রিয়াল কোন গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি ৪-১ গোলেই শেষ হয়। এর আতেই নিশ্চিত হয়ে যায় রিয়ালের স্প্যানিশ সুপার কাপ জয়।
এখন পর্যন্ত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এই দুই প্রতিপক্ষ মোট ৯ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৭ বারই স্প্যানিশ সুপার কাপের শিরোপা জয় করেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শিরোপা জিতেছে মোট ২ বার। গতকালের ম্যাচে হ্যাট্রিক করে ম্যান অব দা ম্যাচ হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।
আরও পড়ুন: আফ্রিকায় বইছে ফুটবলের বসন্ত বাতাস
ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৪/এমএস/এসএ