ব্রাজিল থেকে একের পর এক বিষ্ময় ফুটবলারদের দলে ভেড়ানোর পর এবার রিয়াল মাদ্রিদের নজর আর্জেন্টিনা দিকে। লিওনেল মেসির দেশে ফ্র্যাঙ্কো মাস্তানতৌনো নামে এক বিস্ময়বালকের উপর নজর রাখছে ক্লাবটি।
আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হয়ে খেলেন ১৬ বছর বয়সী বিস্ময়বালক ফ্র্যাঙ্কো মাস্তানতৌনো। অ্যাটাকিং মিডে খেলা এই ফুটবলার রিয়াল মাদ্রিদের চিফ স্কাউট জুনি কালাফাতের নজর কেড়েছেন। তাই তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টস জানিয়েছে, ইউরোপ থেকে অনেকগুলো ক্লাবই রিভারপ্লেটে এসে তার খেলা দেখেছেন। তবে তাকে দলে ভেড়ানোর ক্ষেত্রে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।
অবশ্য তরুণ ফুটবলারদের দলে ভেড়ানো যেন রিয়ালের জন্য নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর আগে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, কামাভিঙ্গা, আর্দা গুলার এবং আগামী জুলাইয়ে রিয়ালে যোগ দিতে যাওয়া এন্দ্রিকের মতো তরুণদের দলে ভিড়িয়েছে দলটি। এবার হয়ত আরো একজন তরুণের নাম যুক্ত হতে যাচ্ছে ভিনিসিয়ুস-রদ্রিগোদের দলে।
স্থানীয় ক্লাব রিভার ডি আজুলের সাথে তিন বছর বয়সে তার যুব ক্যারিয়ার শুরু করেন মাস্তানতৌনো। ২০১৯ সাল থেকে রিভার প্লেটের সঙ্গে রয়েছেন এই তরুণ। তিনি মূলত ডান পায়ে খেলে পারদর্শী।
২০২৩ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে নজর কেড়েছিলেন ফ্র্যাঙ্কো মাস্তানতৌনো। এরপর তার খেলা দেখতে রিভারপ্লেটে গিয়েছে ইউরোপের বড় বড় দলগুলোর প্রতিনিধিরা।
সম্প্রতি রিভারপ্লেটে থেকে ১৮ বছর বয়সী ক্লদিও এচেভেরিকে দলে ভিড়িয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। আগামী বছরের জানুয়ারিতে সিটিজেনদের শিবিরে যোগ দেবেন অ্যাটাকিং মিডফিল্ডে খেলা এই তরুণ।
আরও পড়ুন: ছোট দলের সাথে আর্জেন্টিনার জয়, শান্তি পাচ্ছেন না সেই মার্টিনেজ
ক্রিফোস্পোর্টস/২এপ্রিল২৪/এমটি