জহুরি যেমন সোনা চিনতে ভুল করেন না, তেমনি জহুরির চোখ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। দলটি একে একে সোনা খুঁজে বের করে দলে ভেড়ায়। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও এনড্রিক—সাম্প্রতিক সময়ে এর চেয়ে বড় উদাহরণ আর কী হতে পারে।
এবার নজরে এসেছে লাতিন ফুটবলের আরেক প্রতিভা ১৬ বছর বয়সী আর্জেন্টাইন ফ্রাঙ্কো মাস্তানতুনো। অ্যাটাকিং এই মিডফিল্ডারের অসাধারণ ড্রিবলিং, আর বল নিয়ন্ত্রণের দক্ষতা অনেকের নজর কেড়েছে। তাকে ইংলিশ ফুটবলার ফিল ফোডেনের সঙ্গে তুলনা করে আর্জেন্টাইন ফোডেন নামেও ডাকা হচ্ছে।
যেভাবে ফ্রাঙ্কো মাস্তানতুনো হলেন আর্জেন্টাইন ফোডেন;
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের পাশের নগরীতে জন্ম নেওয়া মাস্তানতুনো মাত্র ১০ বছর বয়সে দেশটির ফুটবল ক্লাব রিভার প্লেট ভর্তির প্রস্তাব পায়। তখন বাবা-মার টেনিস পছন্দ হওয়ায় প্রস্তাবে সাড়া দেওয়া হয়নি। তবে ফুটবল প্রেম টিকই ঠিকানা খুঁজে দিয়েছে মাস্তানতুনোকে—২০১৯ সালে রিভার প্লেটে নাম লেখায় এই তরুণ তুর্কি।
তবে সেবার করোনার বাধায় ফুটবল শেখা বিঘ্ন হলেও করোনা পরবর্তী সময়ে মাঠে মেলে ধরেন প্রতিভা। আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৫ দলের পাশাপাশি ১৭ পর্যয়েও সবার চেয়ে বেশি গোল করে সব দৃষ্টি নিজের দিকে কেঁড়ে নেয় এই তরুণ ফুটবলার।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি—২০২৩ সালের আগস্টে নিজের ক্লাবের সঙ্গে পেশাদার চুক্তিতে যায় আর্জেন্টাইন ফোডেন। বর্তমানে তার রিলিজ ক্লজ ৪৫ মিলিয়ন ইউরো।
এদিকে লাতিন ফুটবল প্রতিভায় বিশেষ নজর রাখা রিয়াল মাদ্রিদ এবার এই আর্জেন্টাইন তরুণের দিকে জহুরির নজর দেবে? সময়ই দিয়ে দেবে এই প্রশ্নের উত্তর।
আরও পড়ুন: বন্যায় ডুবছে ব্রাজিল, নিজের হেলিকপ্টারে কী পাঠালেন নেইমার?
ক্রিফোস্পোর্টস/১০মে২৪/এসএ/বিটি