চলতি লা লিগায় শিরোপার লড়াইটা বেশ চলছে রিয়াল মাদ্রিদ ও জিরোনার মধ্যে। শীর্ষে থাকা রিয়ালের প্রায় ঘাড়ে নিশ্বাস ছাড়ছে জিরোনা। গেল রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোল শূন্য ড্র করলে এক ম্যাচ বেশি খেলেই টেবিল টপার মাদ্রিদের থেকে পয়েন্ট ব্যবধানে পিছিয়ে পড়ে জিরোনা।
গতকাল (৩ ফেব্রুয়ারি) এসতাদি মন্টিলিভি মাঠে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ০-০ গোলে ড্র করে বসে জিরোনা। ম্যাচের প্রথমার্ধেই একটি করে গোল পেয়ে গিয়েছিল দু’দল, তবে প্রতিবারই তা কাটা পড়ে অফসাইডে। এতে করে আরো একবার তালিকার শীর্ষে ওঠার সুযোগ হারালো জিরোনা।
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণের ওঠার চেষ্টা করে স্বাগতিক জিরোনা। তবে প্রতিপক্ষের কঠিন রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হচ্ছিল রিয়ালের চলতি মৌসুমের শিরোপা প্রতিদ্বন্দ্বীদের। তবে ম্যাচের ২৪তম মিনিটেই ইয়াঙ্গেল হারেরার হেড থেকে লিড পেয়ে গিয়েছিল তারা। কিন্তু পরে সেটি অফসাইডের কারণে বাতিল হয়।
প্রথম আর্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল রিয়াল সোসিয়েদাদও। প্রতিপক্ষের নেয়া শট রুখে দিয়েছিলেন জিরোনার গোলকিপার, তবে পুরোপুরি বিপদমুক্ত করতে না পারায় ফিরতি বল জালে জড়ায় সোসিয়েদাদের আরেক ফুটবলার। তবে সেটিও কাটা পড়ে অফসাইডে।
ম্যাচে একাধিকবার আরও সুযোগ তৈরি করেছিল উভয় দল। তবে ফিনিশিং দুর্বলতার কারণে সফলতা পায়নি কেউই। এতে করে গোল শূন্য ব্যবধানেই শেষ হয় ম্যাচটি। এই ম্যাচে জয় পেলে আরো একবার লা লিগার শীর্ষ উঠার সুযোগ ছিল জিরোনার কাছে।
এই ড্র এর ফলে ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লা লিগার দ্বিতীয় অবস্থানে আছে জিরোনা। এক ম্যাচ কম খেলেই ৫৭ পয়েন্ট নিয়ে টেবিল টপার স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এতে করে পরবর্তী ম্যাচে পজিশন হারানোর বাড়তি চাপ ছাড়াই মাঠে নামবে রিয়াল।
আরও পড়ুন: বিদেশি কোচে কেন ব্রাজিলের এত অনাগ্রহ?
ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৪/এফএএস