গত মৌসুমে রোহিত শর্মার পরিবর্তে প্রথমবারের মতো মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব পান হার্দিক পান্ডিয়া। যদিও প্রথমবার দায়িত্ব নিয়ে দলকে ভালো কিছু উপহার দিতে পারেননি এই অলরাউন্ডার। ১৪ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট টেবিলের সবার নিচে থেকে টুর্নামেন্ট শেষ করে মুম্বাই। হারের মুখ দেখেছে বাকি ১০ ম্যাচে।
এমন ছন্নছাড়া অধিনায়কত্বের পরেও এবারও হার্দিকের উপর ভরসা রাখছে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট। তবে এবাররে আসরের মুম্বাইয়ের প্রথম ম্যাচ মিস করবেন হার্দিক। মূলত অধিনায়ককে ছাড়াই আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে মুম্বাই। যা রীতিমতো মুম্বাইয়ের জন্য এক প্রকার দুঃসংবাদ।
গত আসরে নিজেদের শেষ ম্যাচে লক্ষ্মৌ সুপার জায়ান্টের বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি মুম্বাই। একই আসরে এমন ঘটনা তিনবার ঘটিয়েছে মুম্বাই। ফলে ওই আসরে মুম্বাইয়ের আরও কোনো ম্যাচ না থাকায় গত আসরের শাস্তিস্বরূপ এই আসরে প্রথম ম্যাচ মিস করবেন হার্দিক।
আরও পড়ুন:
» এশিয়া কাপের দল ঘোষণা, নেতৃত্বে তামিম
» আইপিএলের মেগা নিলামে কোন দলের বাজেট কত?
মূলত আইপিএলের নিয়মানুযায়ী, কোনো একটি আসরে যদি কোনো দল তিনবার নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার বল সম্পন্ন করতে না পারে। তাহলে ওই দলের অধিনায়ককে এক ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে নিয়মানুযায়ী হার্দিককেও শাস্তি পেতে হবে।
উল্লেখ্য যে এবারের আসরে মোট পাঁচজন ক্রিকেটারকে রিটেইন করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। অধিনায়ক হার্দিক ছাড়াও রয়েছেন সাবেক অধিনায়ক রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা ও জাসপ্রিত বুমরাহ। এদের মধ্যে মুম্বাই সর্বোচ্চ ১৮ কোটি রুপিতে ধরে রেখেছে জাসপ্রিত বুমরাহকে।
এরপর বাকি ৪ জনের বেতন নির্ধারণ করা হয়েছে যথাক্রমে হার্দিক ১৬.৩৫ কোটি, সূর্যকুমার যাদব ১৬.৩৫ কোটি, রোহিত ১৬.৩০ কোটি এবং তিলক ভার্মা ৮ কোটি রুপি।
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৪/এসআর/বিটি