ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন রেবেকা ওয়েলশ। আগামী ২৭ ডিসেম্বর প্রিমিয়ার লিগে বার্নলি বনাম ফুলহ্যামের ম্যাচ দিয়ে এই নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি।
এই বছরের শুরুর দিকে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের লিগে (ছেলেদের চ্যাম্পিয়নশিপে) ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেন রেবেকা। গতকাল ১৪ ডিসেম্বর এক বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ রেবেকার প্রিমিয়ার লিগে রেফারিং এর বিষয়টি নিশ্চিত করে।
এদিকে একই লিগে আগের দিন ২৬ ডিসেম্বর শেফিল্ড ইউনাইটেড বনাম ফুলহ্যামের ম্যাচে কৃষ্ণাঙ্গ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন স্যাম এলিসন। গেল ১৫ বছরে তিনিই একমাত্র কৃষ্ণাঙ্গ হিসেবে প্রিমিয়ার লিগে ম্যাচ পরিচালনা করবেন।
এর আগে ইউরাইয়া রেনির ইংলিশ ফুটবলের সর্বোচ্চ লিগে কৃষ্ণাঙ্গ রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করার রেকর্ড রয়েছে। ২০০৯ সালে চার স্তরে রেফারিং থেকে অবসর গ্রহণ করেন তিনি। তবে নারী ফুটবল হিসেবে এবারই প্রথম রেবেকা।
আরও পড়ুন: বাংলাদেশের সেমিফাইনালসহ আজকের খেলা (১৫ ডিসেম্বর ২৩)
ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৩/এসএফ/এজে