
কোপা দেল রে-র ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে লাল কার্ড দেখেছেন রিয়ালের তিন খেলোয়াড়—লুকাস ভাসকেস, অ্যান্টোনিও রুডিগার ও জুড বেলিংহ্যাম।
তবে সবচেয়ে গুরুতর আচরণ করেছেন রুডিগার। ম্যাচ চলাকালে রেফারির দিকে বরফ ছুড়ে মারার পাশাপাশি তার প্রতি শারীরিক হুমকিসূচক আচরণ করেছেন তিনি। লাল কার্ড দেখানোর পরও রেফারির দিকে তেড়ে যান রুডিগার।
মাঠে উত্তেজনার চূড়ান্ত মুহূর্ত আসে ১১৬তম মিনিটে, যখন বার্সার জুলেস কুন্দে জয়সূচক গোল করেন। এরপর রিয়ালের বেঞ্চে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রেফারির দিকে এগিয়ে যান রুডিগার, লুকাস ভাসকেস ও ভিনিসিয়ুস জুনিয়রও মাঠে নেমে প্রতিবাদে অংশ নেন।
আরও পড়ুন
»রেকর্ড গড়ে আইকনিক উদযাপন রোনালদোর
»পিএসএলে যোগ দিলেন নাহিদ রানা, একাদশে জায়গা পাবেন?
রুডিগার টাচলাইনের পাশে দাঁড়িয়ে রেফারির দিকে বরফের টুকরো ছুড়ে মারেন। এ সময় কাছেই ছিলেন কোচ কার্লো আনচেলত্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি ভাসকেস ও রুডিগারকে লাল কার্ড দেখান। রুডিগার পরে রেফারির দিকে পুনরায় এগোনোর চেষ্টা করেন, কিন্তু সতীর্থ ও কোচিং স্টাফরা তাকে নিবৃত করেন।
— gavi (@gavi491867) April 26, 2025
মাঠ ছাড়ার পরও রুডিগার আবার ফেরার চেষ্টা করেন, তবে গোলরক্ষক আন্দ্রেই লুনিন ও গোলকিপার কোচ লুইস লোপিস তাকে বুঝিয়ে সরিয়ে নেন।
রেফারি রিকার্দো দে বুরগোস ম্যাচ রিপোর্টে উল্লেখ করেন, রুডিগার একটি বস্তু ছুড়েছিলেন, যেটি আমার কাছাকাছি এসে পড়ে, যদিও তা আমাকে স্পর্শ করেনি।
ঘটনার গুরুত্ব বিবেচনায় রুডিগার দীর্ঘ মেয়াদি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।
RUDIGER tiene LA RABIA pic.twitter.com/liRbOcWIp4
— ERIC (@eriicgfc) April 26, 2025
এই জয়ে বার্সেলোনার সম্ভাব্য ট্রেবল জয়ের স্বপ্ন আরও জোরালো হলো।
অন্যদিকে রিয়ালের মৌসুমটা শিরোপাহীনই থেকে যাওয়ার আশঙ্কা প্রবল, কারণ চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার পর কোপা দেল রেও হাতছাড়া হয়েছে, আর লা লিগায় বার্সার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে তারা।
ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৫/এসএ/এনজি
