Connect with us
ক্রিকেট

ঢাকার বিপক্ষে সিলেটের স্বস্তির জয়

Sylhet Strikers vs Durdanto Dhaka
চলতি বিপিএলে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে সিলেট। ছবি- সংগৃহীত

চলতি বিপিএলে টানা পাঁচ ম্যাচ হারের পর ষষ্ঠ ম্যাচে এসে নিজেদের প্রথম জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। এরপর ৭ম ম্যাচে আবারো হেরেছে দলটি। আজ (বুধবার) নিজেদের ৮ম ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে শান্ত-মিথুনরা।

মিরপুরে টস হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১২৪ রান সংগ্রহ করে ঢাকা। জবাবে ৫ উইকেট ও ৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় সিলেট।

সিলেটের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন শান্ত। এছাড়া বেনি হাওয়েল ৩০ এবং রায়ান বার্ল ২৯ রান করেন। ঢাকার হয়ে শরিফুল ইসলাম ৩টি এবং উসমান কাদের ২টি উইকেট নেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ঢাকা। তবে বিপত্তি সামাল দিয়ে নাইম শেখ ও সাইফ হাসানের ঝোড়ো জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ঢাকা। দ্বিতীয় উইকেটে ৫৭ বলে ৭৮ রান যোগ করেন দু’জন।

৮২ রানের মাথায় সাইফ ফিরে গেলে তার কিছুক্ষণ পরই প্যাভিলিয়নের পথ ধরেন নাইম। এরপরই ঢাকার ব্যাটিং লাইনে ধস নামে। দ্রুত অনেকগুলো উইকেট পড়ায় চাপে পড়ে যায় ঢাকা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৪ রানের পুজি পায় রাজধানী শহরের দলটি।

সিলেটের হয়ে রেজাউর রহমান ৩টি ও সামিত প্যাটেল ২টি উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর:

দুর্দান্ত ঢাকা: ১২৪/৮ (২০ ওভার)

সিলেট স্ট্রাইকার্স: ১২৯/৫ (১৯ ওভার)

ফলাফল: সিলেট স্ট্রাইকার্স ৫ উইকেটে জয়ী

 আরও পড়ুন: আমের জামালের দুর্দান্ত বোলিংয়ে কুমিল্লার সহজ জয় 

ক্রিফোস্পোর্টস/৭ফেব্রুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট