Connect with us
স্পোর্টস বক্স

১৮৬টি চার-ছক্কায় ১০০৯ রানের ইনিংসটির কথা মনে আছে তো?

Crifo Pranav
৫৯টি ছক্কা আর ১২৭টি চারে হাজার রান প্রণবের

সময় বয়ে যায় সময়ের নিয়মে। থেমে যায় মানুষ, থেমে যায় মানুষের কীর্তি। শুধু রয়ে যায় রেকর্ডের কিছু খেরোখাতা। আর ক্রিকেট মানেই যেন রেকর্ড ভাঙা আর রেকর্ড গড়ার খেলা। কিন্তু কয়টা রেকর্ডই বা আমরা মনে রাখি? তবে অনেক কিছু ভুলে গেলেও কিছু কিছু রেকর্ড ক্রিকেট ভক্তদের বিস্মিত করে, পুলকিত করে।

তেমনই এক রেকর্ড হাজার রানের ইনিংস। এক ইনিংস ব্যাটিং করতে নেমে ব্যাটাররা কত রান করেন? সবাই বলবে তিনশ, চারশো বা পাঁচশো। কিন্তু সব ধারণাকে ভুল প্রমাণ করেছিলেন ভারতের প্রণব ধনাওয়াড়ে। একাই খেলেছিলেন ১০০৯ রানের ইনিংস। এবং কেউ তাকে আউট করতে পারেননি।

আজ থেকে আট বছর আগে ২০১৬ সালের জানুয়ারিতে ভারতের মুম্বাইয়ের আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় এই রেকর্ড গড়েন প্রণব। ভাণ্ডারী কাপের খেলায় ওই ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্য গুরুকুল স্কুল ও কে সি গান্ধী হাইস্কুল। গ্রামের স্কুলগুলোর জন্য আর্থিক সহায়তা দিতে ওই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল।

বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ইনিংসে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুম্বাইয়ের বছর পনেরোর প্রণব। সেই ম্যাচে খেলতে নেমে ১১৬ বছর আগের রেকর্ড ভেঙেছেন প্রণব। ১৮৯৯ সালে ইংল্যান্ডের আর্থার কলিন্সের ৬২৮ রানই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রান। তখন কলিন্সের বয়স ছিল ১৩ বছর।

আরও পড়ুন:

» সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেবে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন

» বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত, একাদশে আছেন যারা

প্রণবের ৩৯৫ মিনিটের চোখ ধাঁধানো ব্যাটিংইনিংসে সর্বোচ্চ দলগত রানেরও বিশ্ব রেকর্ড গড়ে তার স্কুল। ডিক্লেয়ার্ড করার আগে তার দলের স্কোর হয় ১৪৬৫/৩। এর আগে ১৯২৬ সালে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ভিক্টোরিয়ার ১১০৭ রানের রেকর্ড ভেঙে দেয় প্রণবের দল।

ধানাওয়াড় ৩২৩ বলের ইনিংসে ৫৯টি ছক্কা আর ১২৭টি চার মেরেছিলেন। মোট ১৮৬টি বাউন্ডারিতে ১ হাজার ৯ রান করেন, যা যে কোনো পর্যায়ের ক্রিকেটেই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

ভারতীয়দের হয়ে এর আগে ২০১৩ সালের নভেম্বরে মুম্বাইয়ের স্কুল ক্রিকেটেই ৫৪৬ রানের ইনিংস খেলে খবরের শিরোনাম হয়েছিলেন পৃথ্বি শাহ। হারিস শিল্ডে রিজভি স্প্রিংফিল্ড স্কুলের হয়ে ৩৩০ বলে ৫৪৬ করেছিলেন ১৪ বছরের পৃথ্বী।

মুম্বাইয়ের স্কুল ক্রিকেটেই এক সময় ৬৬৪ রানের জুটি গড়ে নজর কেড়েছিলেন ভারতের ব্যাটিং লাইনের ম্যাজিশিয়ান শচীন টেন্ডুলকার ও বিনোদ কাম্বলি।

এদিকে গত বুধবার (২৫ সেপ্টেম্বর) ভারতের স্কুল ক্রিকেটে গুজরাটের কিশোর দ্রোণ দেশাই ৪৯৮ রানের বিশাল এক ইনিংস খেলেছেন। দ্রোণ ছাড়াও পাঁচ ভারতীয় কিশোরের এক ইনিংসে ৪০০ রানের বেশি করেছে। দ্রোণের রেকর্ডবুক লিখতে গিয়েই সামনে আসে প্রণবের আট বছর আগের সেই রেকর্ডের কথা।

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in স্পোর্টস বক্স