Connect with us
ফুটবল

কাজী সালাউদ্দিন ও কিরণের পদত্যাগের দাবি বন্ধের অনুরোধ বাফুফের

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও নারী উইংয়ের প্রধান মাফুজা আক্তার কিরণ
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও নারী উইংয়ের প্রধান মাফুজা আক্তার কিরণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনে অনড় “বাংলাদেশ ফুটবল আলট্রাস”। তবে ফিফা’ থেকে নিষেধাজ্ঞার শংকায় দেশের ফুটবলের স্বার্থে সমর্থকদের আলোচিত এই সংগঠনকে আন্দোলন বন্ধ করতে অনুরোধ করেছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামীলীগ সরকার পতনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংস্কারের দাবি তুলেছে ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’। বাফুফের তিন কর্মকর্তার পদত্যাগের দাবির একটি পূরণ হয়েছে ফুটবল সমর্থকদের এই সংগঠনটির। চার মেয়াদের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী পদত্যাগ করেছেন।

আরও পড়ুন :

» পাকিস্তান সিরিজের দল ঘোষণা, সাকিবসহ আছেন যারা

» রাতে পর্দা নামবে ৩৩ তম প্যারিস অলিম্পিকের

বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ও তার আস্থাভাজন মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের দাবিতে রবিবার সকালে ‘মার্চ টু বাফুফে’ কর্মসূচি পালন করে বাংলাদেশ ফুটবল আলট্রাস। সংগঠনটির দাবিগুলো নির্বাহী কমিটিতে জানানো হয়েছে বলেছেন বাফুফে সাধারণ সম্পাদক। ক্যাম্প থেকে নারী ফুটবলারদের ছুটি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ক্রিফোস্পোর্টস/১১আগস্ট২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল