Connect with us
ক্রিকেট

রিকশায় চড়া, চা বাগান ভ্রমন– বাংলাদেশ কেমন লাগলো আইরিশদের

Gaby Lewis Shares Her Bangladesh Experience
বাংলাদেশ সফরের অভিজ্ঞতা জানিয়েছেন আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। ছবি- সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আয়ারল্যান্ড নারী দল। ইতোমধ্যে দুটো সিরিজই সমাপ্ত হয়েছে। ওয়ানডেতে বাংলাদেশ আধিপত্য দেখিয়ে ৩-০ তে জিতে নিলেও টি-টোয়েন্টিতে আধিপত্য দেখিয়েছে আইরিশ নারীরা। সংক্ষিপ্ত ফরম্যাটে নিগার সুলতানা জ্যোতিদের ৩-০ ব্যবধানে হারিয়েছে আইরিশরা। এতে শূন্য হাতে বাড়ি ফিরতে হচ্ছে না সফরকারীদের। টি-টোয়েন্টি ট্রফি জয়ের সুখস্মৃতি নিয়ে দেশে ফিরবেন গ্যাবি লুইসরা।

বাংলাদেশ সফরে এসে আইরিশ মেয়েরা শুধু ক্রিকেটই খেলেছেন এমনটা নয়। ক্রিকেটের বাইরেও বেশ কিছু ভিন্ন অভিজ্ঞতার স্বাদও নিয়েছে সফরকারী দলটি। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এবং টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এর ফলে দুটি ভিন্ন শহরে ভ্রমণের অভিজ্ঞতা হয়েছে দলটির।

দুই শহরে ক্রিকেটের বাইরেও কেমন সময় কাটলো সফরকারীদের। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ নিয়ে এক ভিডিও শেয়ার করেছে বিসিবি। যেখানে বাংলাদেশ সফরের অভিজ্ঞতার কথা জানিয়েছেন আইরিশ নারী দলের অধিনায়ক গ্যাভি লুইস।

আরও পড়ুন:

» পিচ বুঝে ব্যাটিং না করায় ব্যাটারদের সমালোচনায় সালাউদ্দিন

» জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন উদীয়মান পেসার রিপন মন্ডল 

বাংলাদেশ সফরের অভিজ্ঞতা জানিয়ে গ্যাভি বলেন, ‘এটা ছিল সত্যিই অসাধারণ। আমাদেরকে অনেক ভালোভাবে আপ্যায়ন করা হয়েছে। আশাকরি আমাদেরকে আবারো আমন্ত্রণ জানানো হবে। ঢাকা এবং সিলেট উভয় শহরেই আমরা ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা পেয়েছি। সবমিলিয়ে বাংলাদেশে সফরে আসতে পেরে বেশ ভালো লেগেছে।’

মিরপুরে ওয়ানডে সিরিজ চলাকালীন ঢাকার ঐতিহাসিক রিকশায় চড়ার অভিজ্ঞতা অর্জন করে আইরিশ মেয়েরা। রিকশায় চড়ার পাশাপাশি অনেকে রিকশা চালিয়েও দেখেছেন। এ ঐতিহাসিক মানবযানে চড়ার অভিজ্ঞতা জানিয়েছেন গ্যাবি।

তিনি বলেন, ‘রিকশায় ভ্রমণের অভিজ্ঞতা বেশ দারুণ ছিল। রিকশা আমরা সবসময় ঢাকার রাস্তায় দেখি। তাই মেয়েরা এটায় ওঠার জন্য বেশ আগ্রহ দেখায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অসংখ্য ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য। আমরা অনেক ভাগ্যবান যে রিকশায় চড়ার অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি।’

আরও পড়ুন:

» ট্রফি নিয়ে চা বাগানে কারা, শ্রমিক নাকি অধিনায়ক?

» মিরপুরে রিকশায় চড়লেন আইরিশ নারী ক্রিকেটাররা 

সিলেটের ঐতিহ্য চা বাগান। আর টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচনের জন্য এক ভিন্ন উদ্যোগ নেয় বিসিবি। সিলেটের চা বাগানেই দুই দলের অধিনায়কে নিয়ে ট্রফি উন্মোচন করা হয়। এমন উদ্যোগের কারণে বেশ প্রশংসা কুড়িয়েছে বিসিবি। এই ভিন্নধর্মী ট্রফি উন্মোচনের অভিজ্ঞতা জানিয়ে গ্যাবি বলেন, ‘অবশ্যই, আমার জীবনে দেখা সবচেয়ে ইউনিক ট্রফি উন্মোচন ছিল এটি। আর সিলেটের চা বাগান ঘুরে দেখেছি বেশ দারুণ লেগেছে।’

বাংলাদেশ খাবার নিয়েও বিশ্ব দরবারে বেশ নামডাক রয়েছে। বিদেশ থেকে যারাই বাংলাদেশ সফরে আসেন বাঙালি খাবার ট্রাই করেন। এ বিষয়ে গ্যাবি বলে, ‘আমার আসলে নতুন কিছু ট্রাই করার প্রতি খুব বেশি ঝোঁক নেই। তাই আমি কোনো খাবার ট্রাই করিনি। তবে দলের কয়েকজন মেয়েরা করেছে। তবে খাবারের নাম আমার জানা নেই।’

সবমিলিয়ে বাংলাদেশ সফরে এসে বেশ দারুণ লেগেছে আইরিশ নারীদের। তারা এখানে বেশ উপভোগ করেছেন বলে জানিয়েছেন এই আইরিশ কাপ্তান। ভিডিওর শেষদিকে বাংলায় কথা বলার চেষ্টা করেন গ্যাবি। এ সময় তিনি বাংলায় বলেন, ‘ধন্যবাদ বাংলাদেশ।’

ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট