Connect with us
ক্রিকেট

ভারতের বিশ্বকাপ দলে নেই রিংকু, নেপথ্যে কারণ কী?

Rinku Singh
রিংকু সিং। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গত মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে এই দলে জায়গা হয়নি শুভমান গিল, লোকেশ রাহুল, রিংকু সিংদের মতো তারকা ক্রিকেটারদের।

এক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে রিংকু সিংয়ের সুযোগ না পাওয়া। তবে মূল দলে জায়গা না পেলেও রিজার্ভ ক্রিকেটার হিসেবে রয়েছেন তিনি। তবে মূল দলে তার সুযোগ না পাওয়ার কারণ জানিয়েছেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকার।

বৃহস্পতিবার (২ মে) বিশ্বকাপের দল নিয়ে সাংবাদ সম্মেলন করেছেন অজিত আগরকার ও অধিনায়ক রোহিত শর্মা। তার মতে, দলের ভারসাম্য রক্ষা করার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা।

রিংকুর বাদ পড়া প্রসঙ্গে আগরকার বলেন, ‘আমাদের আলোচনার সব থেকে কঠিন বিষয় ছিল এটা। রিংকুর কোনো দোষ নেই। দলের ভারসাম্যের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বোলিংয়ে বাড়তি সুবিধা পেতে দু’জন রিস্ট স্পিনার নিয়েছে ভারত। আর তাতেই জায়গা হারাতে হয়েছে রিংকুকে, ‘দলে দু’জন রিস্ট স্পিনার নেওয়া হয়েছে। এতে রোহিতের হাতে বিকল্প বাড়বে। বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক। তাকে রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে। এতেই বোঝা যাচ্ছে, সে ১৫ জনের দলে জায়গা পাওয়ার অনেক কাছে ছিল। কিন্তু দিনশেষে ১৫ জনকেই নেওয়া যাবে। তাই তার জায়গা হয়নি।’

২০২৩ সালের আগস্টে ভারতের হয়ে অভিষেক হয় রিংকুর। ব্লুজদের হয়ে ১৫ ম্যাচে ৮৯ গড়ে ৩৬৫ রান করেছেন ফিনিশিং রোলে খেলা এই ক্রিকেটার।

আরও পড়ুন: বিশ্বকাপের দল কেমন হবে, কি বলছেন অধিনায়ক শান্ত? 

ক্রিফোস্পোর্টস/২মে২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট