Connect with us
ক্রিকেট

সিরিজ জিতেই দেশে ফিরতে চান রিশাদ হোসেন

Rishad Hossain wants to return home after winning the series
টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। ছবি- সংগৃহীত

আজ বাংলাদেশের সামনে ইতিহাসে প্রথমবারের মত নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জেতার সমূহ সম্ভাবনা ছিল। শান্ত-শরিফুলরাও সেই প্রত্যয় বুকে নিয়েই মাউন্ট মঙ্গানুইয়ে খেলতে নেমেছিল। কিন্তু বেরসিক বৃষ্টি তা আর হতে দিল কই! টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ে নেমে ভালোভাবেই স্বাগতিকদের চেপে ধরেছিল টাইগাররা। কিন্তু ইনিংসের ১১.২ ওভারে হঠাৎ বৃষ্টির হানায় পরে আর খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি। তাই ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়।

তবে এখনও তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি হাতে আছে উভয় দলেরই। আর এই শেষ ম্যচটি জিতেই সিরিজ নিজেদের করে নিতে চায় বাংলাদেশ। এমনই আত্মবিশ্বাসের বাণী শোনা গেল টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেনের কন্ঠে।

পরিত্যাক্ত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এই লেগি বলেন, ‘যা হয়েছে ভালই হয়েছে আলহামদুলিল্লাহ, এসব নিয়ে আফসোস না রাখাই ভাল বলে মনে করি। আমাদের চেষ্টা থাকবে শেষ ম্যাচ জিতে দেশে ফেরা। সিরিজ জয়ের এত বড় সুযোগ পেয়েছি আমরা, তা জয় করেই দেশে ফেরার আপ্রাণ চেষ্টা করবো। আজ আমরা জিতার উদ্দেশ্য নিয়েই মাঠে নেমেছিলাম কিন্তু বৃষ্টিতে তো আমাদের কারো হাত নেই।’

ম্যাচে ক্রিকেটারদের দু’টি ক্যাচ মিস নিয়ে রিশাদের মন্তব্য, ‘এই সিরিজটিতে আমরা মাথায় কোন নেগেটিভ চিন্তা রাখছি না। ক্যাচ মিস খেলারই অংশ, পরবর্তী ম্যাচে ইনশাআল্লাহ আর এমনটা হবে না। আমরা নিজেদের প্ল্যান অনুযায়ী খেলবো, বাকিটা মাঠেই দেখা যাবে। আজ মাঠে নামার আগে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। সবার মাথায় ছিল, ম্যাচে আমরা নিজেদের ১০০ বা ১১০ ভাগ দিতে পারলে জয় আমাদেরই হবে। আমাদের এখন একটাই চিন্তা, সিরিজ জয় করে দেশে ফেরা।’

চোটে পড়ায় আজকের ম্যাচে খেলেননি প্রথম ম্যাচে টাইগারদের হয়ে সর্বোচ্চ রান করা ওপেনার লিটন দাস। লিটনের অনুপস্থিতিতে দলের উপর চাপ ছিল কি না এমন প্রশ্নে রিশাদের জবাব, ‘আগের ম্যাচে দাদার অসাধারণ ইনিংসেই আমরা সহজ জয় পেয়েছিলাম, সবদিক থেকে তো খানিকটা চাপ ছিলই। তবে ওনার জায়গায় আজ যিনি ছিলেন, তারও এমন ইনিংস খেলার সামর্থ রয়েছে। আজ মাঠে দর্শকও বেশি ছিল, কিন্তু বৃষ্টির কারণে তাদের হতাশ হয়ে ফিরতে হয়েছে।’

এর আগে সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩৫ রানের লক্ষ্য দিয়ে ৫ উইকেটে হেরে যায় স্বাগতিকেরা। এটি নিজেদের মাটিতে ২০ ওভারের ক্রিকেটে টাইগারদের কাছে নিউজিল্যান্ডের প্রথম হারও। আজ টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে সিরিজ জয়ের সুযোগ ছিল নাজমুল শান্তর দলের সামনে। আজ তা ভেস্তে গেলেও বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) সিরিজ জয় নিশ্চিত করেই দেশে ফিরতে চায় টাইগাররা।

আরও পড়ুন: শরিফুলের ক্রিকেটীয় চেতনায় মুগ্ধ ক্রিকেট প্রেমিরা 

ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট