Connect with us
ক্রিকেট

রিশাদের হাত ধরে লেগস্পিনারের অভাব পূরণ হতে যাচ্ছে?

Rishad is going to fill the deficiency of legspinner!
রিশাদ হোসেন। ছবি- সংগৃহীত

জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ উইকেটের জয় নিয়ে পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে একধাপ এগিয়ে গেল টাইগাররা। এ ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। 

বাংলাদেশ দলে লেগ স্পিনারের ঘাটতি ছিল অনেক আগে থেকেই। মাঝে কয়েকজন দলে জায়গা করে নিলেও নিয়মিত হতে পাররেননি। তবে সে ঘাটতি হয়ত এবার পূরণ হতে যাচ্ছে রিশাদ হোসেনের হাত ধরে। লেগস্পিনার হিসেবে আশানুরূপ পারফরম্যান্স করে জাতীয় দলের জায়গা অনেকটা পাকাপোক্ত করেছেন তিনি। রয়েছেন চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও।

আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিয়েছেন রিশাদ। নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে ম্যাচসেরা হয়েছেন এই লেগ স্পিনার। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন তিনি। প্রতিটি উইকেটই ছিল খুবই গুরুত্বপূর্ণ।

Rishad Hossain_POTM vs Sri Lanka

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচসেরা রিশাদ। ছবি- সংগৃহীত 

ইনিংসের ১৫তম ওভারে বল করতে এসে প্রথম দুই বলেই চারিথ আসালাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফেরান রিশাদ। যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। দারুণ খেলতে থাকা লঙ্কানদের মিডল অর্ডার বিধ্বস্ত হয়। ১৭তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে প্রথম বলেই আরো একটি উইকেট তুলে নেন রিশাদ। এবার তার শিকার ধনাঞ্জয়া ডি সিলভা। দ্রুত তিনটি উইকেট তুলে হাসারাঙ্গাদের বিপদে ফেলে দেন তিনি। যার সুবাদে ২০ ওভারে কেবল ১২৪ রান তুলে সক্ষম হয় লঙ্কানরা।

রিশাদের এমন পারফরম্যান্সের পর ম্যাচ শেষে তার প্রশংসা করতে ভুল করেনি শান্ত। তিনি বলেন, ‘(রিশাদ) অসাধারণ বোলিং করেছে। গত কয়েক সিরিজ ধরেই সে ধারাবাহিক। সে যেভাবে অনুশীলন করে, ওর প্রস্তুতি খুবই ভালো। আমরা সবসময় সংগ্রাম করি আমাদের একটা লেগ স্পিনার নেই। সে জায়গাটা আমাদের পূরণ হয়েছে। আমি আশা করব যে সামনের ম্যাচগুলোতেও সে এভাবে অবদান রাখবে।’

এর আগে যুক্তরাষ্ট্রের গ্র‍্যান্ড প্রেইরি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে মুস্তাফিজ-রিশাদদের আগুন ঝরানো বোলিংয়ে ২০ ওভারে মাত্র ১২৪ তুলে শ্রীলঙ্কা। জবাবে লিটন দাস-তাওহীদ হৃদয় ও শেষদিকে মাহমুদউল্লাহর দায়িত্বশীল ইনিংসে ভর করে ২ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক কারা? 

ক্রিফোস্পোর্টস/৮জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট