অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের (বিবিএল) এবারের আসরে দল পান টাইগার লেগস্পিনার রিশাদ হোসেন। তাকে দলে ভিড়িয়েছিল হোবার্ট হ্যারিকেন্স ফ্রাঞ্চাইজিটি। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে রিশাদ বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছেন। কিন্তু ব্যস্ত সূচির কারণে বিগ ব্যাশে খেলার স্বপ্নভঙ্গ হলো এই উঠতি তারকার।
আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবারের বিগ ব্যাশ লিগ। ব্যস্ত সূচির কারণে আসন্ন বিগ ব্যাশ টুর্নামেন্টে কতদিন খেলতে পারবেন রিশাদ? সেটা নিয়েই ছিল হাজারো প্রশ্ন। যদিও বিসিবি থেকে হোবার্টের হয়ে খেলার জন্য এক সপ্তাহের অনাপত্তিপত্র পান রিশাদ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আছে এবং সামনে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন (বিপিএল) আসর। সবমিলিয়ে ১ সপ্তাহের ছুটি পেয়েও বিগ ব্যাশে খেলা অনিশ্চিত ছিল রিশাদের।
আগামী ২১ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বিগ ব্যাশ খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হবে ২০ ডিসেম্বর। এরপর বিপিএল শুরু হবে ৩০ ডিসেম্বর। এত ব্যস্ত সূচিতে শারীরিক ও মানসিক ধকল কাটিয়ে উঠতে পারবেন না রিশাদ। ফলে দল পেয়েও তাসমান পাড়ের দেশে খেলা হচ্ছে না এই অলরাউন্ডারের।
আরও পড়ুন:
» প্রথমবারের মতো আইরিশ নারীদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
» দুই তারকাকে ছাড়াই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল বিসিবি
এদিকে বাংলাদেশের এই তরুণ লেগ স্পিনারকে না পেয়ে হোবার্ট হ্যারিকেন্স দলে ভিড়িয়েছে আফগান স্পিনার ওয়াকার সালামখিলকে। এই স্পিনার গত অক্টোবরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) খেলেছেন। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত ফর্মে মাঠ কাঁপিয়েছেন সালামখিল। ১১ ম্যাচ খেলে নিয়েছেন ১৫ টি উইকেট। এবার প্রথমবারের মতো বিগ ব্যাশে দল পেলেন আফগানিস্তানের এই তরুণ স্পিনার।
হোবার্ট হারিকেন্সে সালামখিল সতীর্থ হিসেবে পাচ্ছেন ম্যাথিউ ওয়েড, টিম ডেভিড, শাই হোপ, ক্রিস জর্ডানসহ আরও অনেক তারকা ক্রিকেটারদেরকে। এবারের আসরে হোবার্ট হারিকেন্সের প্রথম প্রতিপক্ষ মেলবোর্ন রেনেগেডস। এখান থেকে ৩ সপ্তাহ পর গিলংয়ে মুখোমুখি হবে দুই দল।
উল্লেখ্য, ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাত্র ১৭ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে সালামখিলের। সেই ম্যাচে দুই ইনিংসে ২টি উইকেটও তুলে নিয়েছিলেন এই তরুণ স্পিনার। এরপর থেকে ভিন্নধর্মী বোলিংয়ে সকলকে মুগ্ধ করে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে নজর কাড়ছেন।
ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৪/এসআর/বিটি