বল হাতে চলতি বছরটা স্বপ্নের মতো পার করছেন টাইগার স্পিনার রিশাদ হোসেন। জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর থেকে অনেকগুলো টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত নতুন নতুন চমক উপহার দিয়েছেন এই লেগস্পিনার। বিশেষ করে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন রিশাদ। সবমিলিয়ে এ বছর টি-টোয়েন্টিতে ১৫ ইনিংসে ২৩ উইকেট শিকার করেছেন এই লেগি। এর ফলে ২০২৪ সালে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি।
রিশাদের সমান ২৩ উইকেট শিকার করেছেন পাকিস্তানের বোলার শাহিন শাহ আফ্রিদি। তবে তার চেয়ে ২ ইনিংস কম খেলে এমন কীর্তি গড়েছেন এই পেসার।
আরও পড়ুন:
» আকাশ চোপড়ার বিশ্বকাপ সেরা একাদশে বাংলাদেশের এক ক্রিকেটার
» পিসিবি থেকে দুঃসংবাদ পেল তিন পাকিস্তানি তারকা ক্রিকেটার
সর্বোচ্চ উইকেট শিকারিদের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন আরেক বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমান। ২০২৪ সালে টি-টোয়েন্টিতে ১২ ইনিংসে ২৩ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি পেসার।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ৩ জয়েই দারুণ অবদান রেখেছেন এই দুই বোলার। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে ৩টি করে মোট ৬ উইকেট শিকার করেছেন তিনি। তবে নেপালের বিপক্ষে উইকেট না পেলেও বল হাতে ছিলেন অনেক কৃপণ।
অন্যদিকে মুস্তাফিজও বল হাতে ছিলেন অসাধারণ। বাংলাদেশের জয় পাওয়া ম্যাচগুলোতে মোট ৭ উইকেট শিকার করেছেন তিনি। যেখানে নেদারল্যান্ডসের শ্রীলঙ্কার বিপক্ষে ৩ টি, নেদারল্যান্ডসের বিপক্ষে ১টি এবং নেপালের বিপক্ষে ৩টি উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি বল হাতে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি কৃপণ ছিলেন তিনিই।
ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৪/বিটি