Connect with us
ক্রিকেট

বিপিএলে দলের সাইড বেঞ্চে রিশাদ, কারণ জানাল ফ্র্যাঞ্চাইজি

Rishad Hossain
রিশাদ হোসেন। ছবি- সংগৃহীত

এখন পর্যন্ত চলমান বিপিএলে দুই ম্যাচ খেলেছে ফরচুন বরিশাল। যার মধ্যে এক জয় ও এক হারে টেবিলে চতুর্থ অবস্থানে রয়েছে শক্তিশালী ফ্র্যাঞ্চাইজিটি। যাদের অন্যতম সদস্য লেগ স্পিনার রিশাদ হোসেন। নিয়মিত যিনি খেলে আসছেন জাতীয় দলের হয়ে। এমনকি রংপুরকে গ্লোবাল টুর্নামেন্ট জেতাতেও রেখেছেন অবদান। তবে সেই রিশাদ এখন পর্যন্ত এই মৌসুমে মাঠে নামারই সুযোগ পাননি।

সাইড বেঞ্চে বসেই নিজ দলের টানা দুই ম্যাচ খেলা দেখেছেন এই টাইগার স্পিনার। গতকাল রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল। যেখানে রংপুরের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছে তাদের। আর তরুণ তারকা লেগ স্পিনার রিশাদ হোসেনকে মাঠে না নামানোয় সমালোচনা উঠছে বরিশালকে নিয়ে।

গতকাল রংপুরের কাছে হারের পর সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রশ্ন করা হয়। বিষয়টি খুব জটিল ভাবে দেখছে না ফ্র্যাঞ্চাইজিটি। দলের কম্বিনেশন মাথায় রেখে একাদশ সাজানো হচ্ছে বলে জানায় তারা। কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ‘রিশাদ আমাদের গুরুত্বপূর্ণ বোলারদের একজন। কম্বিনেশনের জন্য হয়ত রিশাদ খেলছে না। তবে মাত্র ২ ম্যাচ গেলো। আমাদের প্ল্যানে অবশ্যই রিশাদ আছে।’

এদিকে কিছুদিন আগে অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইকে টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছিলেন এই টাইগার লেগ স্পিনার। বর্তমানে সেই টুর্নামেন্ট চলমান রয়েছে। তবে বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক সময়সূচি হওয়ায় অস্ট্রেলিয়ার সেই টুর্নামেন্টে এবার আর খেলা হচ্ছে না রিশাদ হোসেনের। তবে নিজ দেশের যেই টুর্নামেন্টের জন্য বাইরে খেলার সুযোগ হাতছাড়া করেছেন তিনি, সেখানে এখনো মাঠে নামতে না পারার কিছুটা আক্ষেপ থাকতেই পারে তার মাঝে।

আরও পড়ুন:

» ব্যালন ডি’অর বিতর্ক : রোনালদোর মন্তব্যের প্রতিক্রিয়া জানালেন রদ্রি

» আর্থিক সংকটে বার্সা : লা লিগায় নতুন বিতর্ক

সংবাদ সম্মেলনে বাবুল আরও বললেন, ‘দেখেন সবাই পেশাদার প্লেয়ার। সবার আগে টিম ফার্স্ট। টিম কী চিন্তা করবে, টিম কী কম্বিনেশনে খেললে দল জিতবে। আজ রাতের ম্যাচ ছিল, অন্য কম্বিনেশন করতে গিয়ে রিশাদের খেলা হচ্ছে না। মাত্র ২ ম্যাচ হল, অনেক সময় বাকি আছে। রিশাদ অবশ্যই খেলবে, রিশাদ আমাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার। সে আমাদের পরিকল্পনায় রয়েছে।’

এর আগে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে বিশ্ব ক্রিকেটের সুনজরে এসেছেন এই টাইগার লেগ স্পিনার। বৈশ্বিক সেই টুর্নামেন্টে বাংলাদেশের বোলিং ইউনিটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। মাত্র ৭ ম্যাচে তিনি তুলে নিয়েছিলেন প্রতিপক্ষের ১৪ উইকেট। এছাড়াও ব্যাট হাতে বড় শট হাকানোর দক্ষতা রয়েছে রিশাদের। সবকিছু বিবেচনায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আগ্রহে চলে এসেছেন এই টাইগার ক্রিকেটার।

ক্রিফোস্পোর্টস/৩জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট