
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে অভিষেক হয়েছে বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনের। আর অভিষেক ম্যাচেই বল হাতে বাজিমাত করেছেন এই টাইগার তারকা। একইসঙ্গে ৩ রেকর্ডেও নাম লেখিয়েছেন এই তরুণ লেগস্পিনার।
রোববার (১৩ এপ্রিল) রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে লাহোর কালান্দার্স। এবারের আসরে এটাই লাহোরের প্রথম জয়। দলের এই জয়ে বল দারুণ ভূমিকা রেখেছেন রিশাদ। ৪ ওভারে ৩১ রানে ৩ উইকেট শিকার করেছেন এই লেগি। অভিষেকে দারুণ বোলিংয়ের সুবাদে ৩টি রেকর্ডের তালিকায় নাম লেখিয়েছেন রিশাদ।
৩১ রান ৩ উইকেট নিয়ে পিএসএলে বাংলাদেশিদের মধ্যে সেরা বোলিং ফিগারের তালিকায় সাকিব আল হাসানকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছেন রিশাদ। এর আগে সাকিব ১৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেছিলেন। এটাই পিএসএলে তার সেরা বোলিং ফিগার। আর এই তালিকায় শীর্ষে আছে মাহমুদউল্লাহ রিয়াদ। ২১ রানে ৩ উইকেট শিকার করেছিলেন এই স্পিনার।
আরও পড়ুন:
» নবম উইকেট জুটিতে ৫৪ রান নিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য জয়
» পিএসএলে রিশাদের অভিষেক, ক্যাপ পরিয়ে দিলেন শাহীন (ভিডিও)
পিএসএল অভিষেকে বিদেশিদের মধ্যে সেরা বোলিং ফিগারের তালিকায় দুইয়ে জায়গা করে নিয়েছেন রিশাদ। এই তালিকায় শীর্ষে আছেন ক্যারিবিয়ার পেসার জেসন হোল্ডার। পিএসএলে নিজের অভিষেক ম্যাচে ২৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছিলেন এই তারকা।
এছাড়া আরেকটি রেকর্ড গড়েছেন রিশাদ। বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশিদের মধ্যে অভিষেক ম্যাচের সেরা বোলিং ফিগার এখন তার দখলে। এতদিন এই তালিকায় শীর্ষে ছিলেন তানজিম হাসান সাকিব। গত বছর গ্লোবাল সুপার লিগে (জিএসএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে নিজের অভিষেক ম্যাচে ২০ রানে ২ উইকেট শিকার করেছিলেন এই পেসার। এছাড়া মুস্তাফিজুর রহমান আইপিএলে অভিষেক ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২৬ রানে ২ উইকেট শিকার করেছিলেন। রিশাদের কীর্তির পর একধাপ পিছিয়ে তিনে অবস্থান করছেন কাটার মাস্টার।
ক্রিফোস্পোর্টস/১৪এপ্রিল২৫/বিটি
