Connect with us
ক্রিকেট

ভারত থেকে টি-টোয়েন্টি সিরিজ জিতে ফিরতে চান রিশাদ

বাংলাদেশ দল। ছবি- ক্রিকইনফো

বর্তমানে বাংলাদেশ টেস্ট দল রয়েছে ভারত সফরে। দুই ম্যাচের সিরিজে এরই মধ্যে পিছিয়ে আছে টাইগাররা। বৃষ্টি বাধা সঙ্গে নিয়েই চলছে কানপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচ। আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা রয়েছে এই টেস্ট সিরিজ। আর তারপরেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ।

সাম্প্রতিক সময়ের মধ্যে টি-টোয়েন্টিতে খুব একটা ভালো ফর্মে নেই টাইগাররা। এর আগে সবশেষ এই ফরমেটের ম্যাচ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ দল। এরপর থেকেই টানা টেস্ট ক্রিকেটের মধ্যে রয়েছে তারা। তবে ভারত সফরে সংক্ষিপ্ত ফরমেটের এই সিরিজ জিতে ফিরতে চান তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন।

তবে এই সিরিজ খুব একটা সহজ হবে না বলেও মনে করিয়ে দিয়েছেন এই টাইগার ক্রিকেটার। গতকাল শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রিশাদ বলেন, ‘ভারত সবসময়ই একটা ভালো দল। মনে হয় টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর দল তারা। ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং হবে।’

অবশ্য কঠিন হলেও ভারতকে তাদের মাটিতে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ হারানোর প্রত্যাশা জানান রিশাদ, ‘আশা করি আমরা এই সিরিজ জিতে ফিরব, ইনশাআল্লাহ। প্রস্তুতিও সেভাবেই হচ্ছে। আমরা কেউ মনে করছি না যে সিরিজ জেতা সম্ভব না। ইনশাআল্লাহ আমরা সিরিজ জিতেই দেশে ফিরব।’

নিজেদের প্রস্তুতি নিয়ে তিনি জানান, ‘আমরা সেভাবেই অনুশীলন করছি। তবে উইকেট তো আমাদের হাতে নেই। যে পরিস্থিতি বা উইকেট আসুক, আমাদেরকে মানিয়ে নিয়ে খেলতে হবে এবং সেখানে পারফর্ম করতে হবে। আমরা তেমন প্রস্তুতি নিচ্ছি, যে কন্ডিশনই আসুক না কেন আমরা যেন সেখানে পারফর্ম করতে পারি।’

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠলেও খুব একটা প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। তবে এখন পেছনে না তাকিয়ে ভারত সিরিজকে লক্ষ্য বানাতে চান রিশাদ, ‘যেটা বিশ্বকাপে গেছে সেটা তো আর ফিরে আসবে না। চেষ্টা করব সেটার চেয়ে ভালো কিভাবে করা যায়। প্রস্তুতি চলছে আসন্ন ভারত সিরিজ নিয়ে।’

আরও পড়ুন: জয়ের বৃত্ত থেকে বেরিয়ে বার্সেলোনার বড় পরাজয়

ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট