Connect with us
ক্রিকেট

রিশাদ যত টুর্নামেন্ট খেলবে, তত উন্নতি করবে : ডেভিড মালান

Dawid Malan-Rishad Hossain
এবারের বিপিএলে বরিশালের হয়ে খেলছেন মালান ও রিশাদ। ছবি- সংগৃহীত

বিপিএলের এবারের আসরে যেন তারার মেলা বসেছে ফরচুন বরিশাল শিবিরে। দেশি তারকাদের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি। নতুন করে এই শিবিরে যোগ দিয়েছে ইংল্যান্ডের তারকা ব্যাটার ডেভিড মালান। চট্টগ্রাম পর্বে দলে যোগ দিয়ে একটি ম্যাচও খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। সেখানে রয়েছে বাংলাদেশের উদীয়মান লেগস্পিনার রিশাদ হোসেনও। এই উঠতি তারকার উন্নতির জন্য কিছু পরামর্শও দিয়েছেন এই ইংলিশ তারকা।

বিপিএলে আজকে কোনো ম্যাচ ছিল না। আগামীকাল (রবিবার) দিনের প্রথম ম্যাচেই মাঠে নামবে ফরচুন বরিশাল। চিটাগং কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে আজ সাগরিকায় অনুশীলনে ব্যস্ত ছিল বরিশাল শিবির। নেটে রিশাদ হোসেনের বিপক্ষে ব্যাট করেন মালান। এই লেগির বিপক্ষে বেশ কয়েকবার পরাস্তও হয়েছেন এই ইংলিশ তারকা।

অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন মালান। এ সময় জানান, রিশাদের বোলিংয়ের প্রশংসা করেন এই তারকা। একইসঙ্গে কীভাবে রিশাদ একজন খেলোয়াড় হিসেবে উন্নতি করতে পারবেন সেই উপায়ও বাতলে দিয়েছেন এই তারকা।

রিশাদের প্রশংসা করে মালান বলেন, ‘রিশাদ চমৎকার। তাকে দেখে বাংলাদেশের অনেকে লেগ স্পিনের দিকে ঝুঁকবে। বর্তমানে সব আন্তর্জাতিক দলেই লেগ স্পিনার আছে যাদের খেলা বেশ কঠিন।’

আরও পড়ুন:

» ফেসবুকে বার্তা দিয়ে লিটনের পাশে দাঁড়াল রংপুর রাইডার্স

» তারকা পেসারকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা ভারতের

মালান বিপিএলের পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন। আর বিপিএল, পিএসএলের মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলো খেলেই নিজেকে একজন পরিণত ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছেন তিনি। এজন্য তিনিও চান রিশাদ যতটা সম্ভব টুর্নামেন্ট খেলুক। তাহলেই তার অনেক উন্নতি হবে বলে মনে করেন এই ইংলিশ তারকা।

মালান বলেন, ‘রিশাদকে যত বেশি সম্ভব ম্যাচ খেলতে হবে। সে যত বেশি খেলবে তত বেশি সমৃদ্ধ ও পরিণত হবে। যেমনটা বলছিলাম, বাংলাদেশ ও পাকিস্তানে খেলে আমার খেলা সমৃদ্ধ হয়েছে। তাকে যত বেশি সম্ভব টুর্নামেন্ট খেলতে দিতে হবে, এতে তার দক্ষতা বাড়বে এবং খেলায় আরো উন্নতি হবে।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন রিশাদ হোসেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেন এই স্পিনার। এরপরই বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজিগুলোর নজরে আসেন এই লেগি। চলমান বিগ ব্যাশে দল পেয়েও বিপিএলের কারণে খেলতে পারেননি। এছাড়া কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট এবং সবশেষ পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) দল পেয়েছেন ২২ বছর বয়সী এই লেগস্পিনার।

ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট