Connect with us
ফুটবল

ইউরোপের ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন সাফসেরা ঋতুপর্ণা

Rituporna Chakma
ঋতুপর্ণা চাকমা। ছবি- সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্ট শেষেই আলোচনার শীর্ষে ফাইনালে নেপালের বিপক্ষে জয়সূচক গোল করা ঋতুপর্ণা চাকমা। এই আলোচনার মাঝেই একটি আনন্দের সংবাদ দিয়েছেন এই সাফসেরা খেলোয়াড়।

সাফ চলাকালীন ভারত ও ইউরোপের ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছিলেন ঋতুপর্ণা। দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন এই ফুটবলার।

ঋতুপর্ণা বলেন, ‘সাফ টুর্নামেন্ট চলাবস্থায় ভারতের একটি ক্লাব এবং ইউরোপের একটি ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছিলাম।’

আরও পড়ুন:

» আফগানিস্তান সিরিজে নতুন উদ্যমে শুরু করতে চান হৃদয়রা

» ভিনির ব্যালন ডি’অর না পাওয়ার বিষয়ে যা বললেন ব্রাজিল কোচ 

বাংলাদেশের একজন ফুটবলার ইউরোপের ক্লাবে খেলবে, এটা বাংলাদেশের জন্য একটা বিশাল পাওয়া। যদিও কোন ক্লাব থেকে প্রস্তাব এসেছে এ বিষয়ে কিছু জানাননি ঋতুপর্ণা। সবকিছু পাকা হলেই জানাবেন, ‘ক্লাবের নাম এখন বলা যাবে না। সবকিছু ঠিক হলেই জানাবো।’

এছাড়া ভারতের ক্লাব থেকে প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, ‘সাবিনা আপু গত বছর ভারতের যে ক্লাবের খেলেছেন, সে ক্লাব থেকে প্রস্তাব পেয়েছি।’ সাবিনা গত বছর ইন্ডিয়ান উইমেন্স লিগে কিকস্টার্ট এফসির হয়েছেন খেলেছেন। অর্থাৎ কর্নাটকের এই ক্লাব থেকেই ঋতুপর্ণা প্রস্তাব পেয়েছেন।

Bangladesh Celebrates Goal against Nepal

ফাইনালে জয়সূচক গোল করে দশরথ স্টেডিয়ামের নেপালি দর্শকদের থমকে দেন ঋতুপর্ণা। ছবি- সংগৃহীত 

২০২৪ সাফে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ঋতুপর্ণা। ফাইনালে জয়সূচক গোলের পাশাপাশি সেমিফাইনালেও একটি গোল রয়েছে তারা। যার কারণে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় বা গোল্ডেন বল পুরস্কারটি তার হাতেই উঠেছে।

ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল