Connect with us
ফুটবল

সাফের ফাইনাল জিতেই উদযাপন করতে চান ঋতুপর্ণা

Bangladesh Women Football Team
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি- বাফুফে

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। যেখানে প্রতিপক্ষকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সাবিনা খাতুনরা। তবে এখনই সকল উদযাপন সেরে ফেলতে চান না ঋতুপর্ণা; জিততে চান ফাইনালও।

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার উদ্দেশ্যে এবার নেপালে এগিয়েছে বাংলাদেশ নারী দল। গেল আসরে যে ভুল করে চ্যাম্পিয়ন হয়নি লাল সবুজের প্রতিনিধিরা, তা এরই মধ্যে আরও একবার প্রমাণ করে দেখিয়েছে সাবিনা-তহুরারা। গ্রুপ পর্বে ভারতকে হারানোর পর সেমিতেও চমক দেখেছে বাংলাদেশ।

তবে এত কিছুর পরেও আজ ফাইনালের টিকিট কেটে খুব বেশি মাতামাতি করতে দেখা যায়নি বর্তমান চ্যাম্পিয়নদের। এদিকে আজ ভুটানের বিপক্ষে প্রথম গোল করা ঋতুপর্ণা বলছেন এখনই সকল উদযাপন সেরে ফেলতে চান না তারা। টুর্নামেন্টের ফাইনাল জিতে শিরোপা উচিয়ে উদযাপন করতে চান তারা।

উদযাপনের কৃপণতা প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ঋতুপর্ণা বলেন, ‘দেশ থেকে আমরা একটা লক্ষ্য নিয়ে এসেছিলাম। ম্যাচ বাই ম্যাচ খেলে সেমিফাইনালে উঠার। সেমিফাইনাল শেষে ফাইনালে উঠব। ফাইনালে ওঠা খুব বড় ব্যাপার। আমরা খুবই আনন্দিত। তবে ফাইনালের পর আমরা সকল উদযাপন করতে চাই, যদি ভালো ফলাফল করি।’

আরও পড়ুন:

» চুক্তি থেকে বাদ ফখর, নেমে গেলেন শাহীন শাহ আফ্রিদি

» চট্টগ্রাম টেস্ট সামনে রেখে কঠোর অনুশীলনে শান্তরা

আগামী বুধবার (৩০ অক্টোবর) নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। শিরোপা পুনরুদ্ধারের সেই লড়াইয়ে কয়টি গোল করবেন তিনি, এমন প্রশ্নের জবাবে ঋতুপর্ণা বলেন, ‘এটা এখনই বলতে পারব না। খেলার ওপর নির্ভর করবে সবকিছু। এখনও হাতে তিন দিন আছে। এই সময়ে আমরা ভালো জন্য প্রস্তুতি নেব।’

এর আগে গেল মৌসুমে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন শিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এছাড়া টুর্নামেন্টে অনুষ্ঠিত হওয়া বাকি পাঁচ আসরের সবকটি ট্রফি নিজেদের করে রেখেছে ভারত। তাই নিজেদের হারানো সম্মান ফিরে পেতে কঠিন লড়াই করতে চাইবে প্রতিবেশী এই দেশ। সেই লক্ষ্যে আজ নেপালের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল খেলছে ভারত।

ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল