দীর্ঘ দেড় মাস ধরে চলমান ছিল ভারত বিশ্বকাপ। স্বাগতিক ভারতেকে হারিয়ে বিশ্বকাপের শেষ হাসিটা হেসেছে অস্ট্রেলিয়া। রেকর্ড হেক্সা শিরোপা ঘরে তুলেছে অজিরা। দলীয় জয়-পরাজয়ের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও সেরাদের সেরা হয়েছেন অনেকে। আর এই সেরা ক্রিকেটারদের নিয়ে অনেকেই তাদের মনের মতো একাদশ সাজিয়েছেন।
এবার বিশ্বকাপের সেরাদের নিয়ে একাদশ সাজিয়েছেন ইংলিশ কিংবদন্তি পেশার জেমস অ্যান্ডারসন। তার সাজানো একাদশে জায়গা করে নিয়েছেন এই বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফর্মার মাহমুদুল্লাহ রিয়াদ।
এবারের বিশ্বকাপ আসরে বাংলাদেশের হয়ে একমাত্র ভরসার কেন্দ্রবিন্দুতে ছিলেন মাহমুদুল্লাহ। একা একা দলকে টেনে নিয়ে গেছেন পুরো বিশ্বকাপে। ৮ ম্যাচ খেলে ৫৪.৬৬ গড় ও ৯১.৬২ স্ট্রাইক রেটে ৩২৮ রান করেছেন তিনি।
এছাড়া অ্যান্ডারসনের এই একাদশে ওপেনিংয়ে জায়গা করে নিয়েছেন তার দেশীয় ডেভিড মালান এবং নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। এছাড়া ভারত থেকে মিডল অর্ডারে বিরাট এবং বোলিংয়ে শামী। এছাড়া পাকিস্তান, আফগানিস্তান, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া থেকে একজন করে জায়গা করে নিয়েছেন।
জেমস অ্যান্ডারসনের চোখে বিশ্বকাপের সেরা একাদশ:
ডেভিড মালান (ইংল্যান্ড), রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত), হাসমতুল্লাহ শহিদি (আফগানিস্তান), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), স্কট এডওয়ার্ডস (নেদারল্যান্ডস), মাহমুদুল্লাহ রিয়াদ (বাংলাদেশ), জেরাল্ড কোয়েটজি (দক্ষিণ আফ্রিকা), মোহাম্মদ শামি (ভারত), দিলশান মাদুশঙ্কা (শ্রীলংকা) ও অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)।
আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে যা করতে হবে ব্রাজিলকে
ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৩/এমটি