Connect with us
ক্রিকেট

দ্বিতীয় ওয়ানডেতে রিয়াদ-মিরাজের সামনে রেকর্ডের হাতছানি

Mahmudullah Riyad-Miraz
রিয়াদ-মিরাজের সামনে নতুন রেকর্ড গড়ার সুযোগ। ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজে ১-১ ড্র করার পর গত ৮ ডিসেম্বর সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু আশা জাগানিয়া রান করেও ম্যাচ জিততে ব্যর্থ হয় বাংলাদেশ দল। তবে সিরিজে টিকে থাকতে আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। এদিন মাঠে নামার আগে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারদের সামনে থাকছে মাইলফলক স্পর্শ করার সুযোগ।

সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। প্রথম ম্যাচ হেরে এরইমাঝে কিছু রেকর্ডের অবসান ঘটেছে। এই ম্যাচ হারলে আরও একটি রেকর্ডের অবসান ঘটবে। প্রথম ম্যাচ হারের মধ্য দিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ডের ইতি ঘটেছে। এবার সিরিজ হারলে টানা ৪ সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের স্বাদ পেতে হবে টাইগারদের।

তাই সিরিজ হার এড়াতে আজ (বুধবার) জ্যামাইকার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

আরও পড়ুন:

» পিচ বুঝে ব্যাটিং না করায় ব্যাটারদের সমালোচনায় সালাউদ্দিন

» সদ্য এশিয়া কাপজয়ী দুই তরুণ খেলবেন এনসিএল টি-টোয়েন্টিতে 

য়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন অধিনায়ক মিরাজ। অধিনায়ক হিসেবে জ্বলে ওঠা ওই ম্যাচে গড়েছেন আরও এক রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশি অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড এখন তাঁর দখলে। প্রথমবার ওয়ানডেতে অধিনায়কত্ব পাওয়া মিরাজ প্রথম ওয়ানডেতে করেছিলেন ৭৪ রান। এর আগে ২০১৪ সালে মুশফিকুর রহিমের করা ৭২ রান ছিল সেরা।

প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও অধিনায়ক মিরাজের উপর প্রত্যাশা বেশি থাকবে ভক্ত-সমর্থকদের।এদিকে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে রেকর্ড গড়লেও এবার দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে রেকর্ড গড়ার সুযোগ হাতছানি দিচ্ছে এই ডানহাতি স্পিনারকে। এদিন মিরাজ ছাড়াও রেকর্ড গড়ার অপেক্ষায় রয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও মিরাজের থেকে রেকর্ড গড়া থেকে কম দূরত্বে রয়েছেন রিয়াদ।

রেকর্ড গড়তে মিরাজের দরকার ৩ উইকেট

ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ ৩০ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা এবং কেমার রোচ। অন্যদিকে ২৮ উইকেট নিয়ে ২য় স্থানে অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান। যদিও তিনি এই সিরিজে দলের সঙ্গে নেই। এদিকে ২৭ উইকেট নিয়ে তালিকার ৩ নম্বরে আছেন মিরাজ। আর মাত্র ৩টি উইকেট পেলে মিরাজ যৌথভাবে শীর্ষস্থানে অবস্থান করবেন। তবে ৪ উইকেট তুলে নিতে পারলে সবাইকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে চলে যাবেন তিনি।

মাহমুদউল্লাহর প্রয়োজন ১টি ছক্কা

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিপাক্ষিক সিরিজে দুই দল মিলিয়ে সর্বোচ্চ ছক্কার মালিক ‘ইউনিভার্স বস’ খ্যাত ছক্কার রাজা ক্রিজ গেইল। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে তিনি ছক্কা হাঁকিয়েছেন ২০টি। অন্যদিকে ১টি ছক্কা কম নিয়ে অর্থাৎ ১৯টি ছক্কা মেরে তালিকার দুই নম্বরে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর একটি মাত্র ছক্কা মারতে পারলে রিয়াদ যৌথভাবে ক্রিস গেইলের সঙ্গে শীর্ষস্থানে অবস্থান করবেন। আর ২টি ছক্কা মারতে পারলে এককভাবে শীর্ষে পৌঁছে যাবেন রিয়াদ।

এছাড়া ১৪টি করে ছক্কা নিয়ে যৌথভাবে তালিকার পরের অবস্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ এবং বাংলাদেশের সৌম্য সরকার।

ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট