Connect with us
ক্রিকেট

রিয়াদ বলছেন, শান্তকে সময় দিলে অধিনায়ক হিসেবে ভালো করবে

Riyad says Shanto will do well as a captain if given time
শান্তকে নিয়ে কথা বলেছেন মাহমুদউল্লাহ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কত্ব পাওয়ার পর থেকে আলোচনা-সমালোচনার মধ্যেই রয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তাছাড়া ব্যাট হাতেও খারাপ সময় পার করছেন তিনি। যে কারণে তাকে নিয়ে ক্রিকেট পাড়ায় সমালোচনা চলছেই।

তবে এই খারাপ সময়ে দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে পাশে পেয়েছেন শান্ত। মাহমুদউল্লাহর মতে, অধিনায়ক হিসেবে শান্ত ভালো। তাকে আরো সময় দিলে ভবিষ্যতে ভালো কিছু উপহার দেবে।

বুধবার (৫ জুন) দ্য গ্রিন রেড স্টোরি ধারাবাহিকের নতুন পর্বে মাহমুদউল্লাহকে নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিসিবি। সেখানে বিশ্বকাপ ও জাতীয় দলের সতীর্থদের নিয়ে নিজের ভাবনার কথা জানান এই অভিজ্ঞ ক্রিকেটার।

ভিডিওতে শান্তকে নিয়ে তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে সে খুব ভালো নেতা। ওর গেম সেন্স, টেম্পারমেন্ট খুব ভালো। খুব বেশিদিন হয়নি ওকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। ওকে আরো সময় দিতে হবে। ওর যে নেতৃত্বগুণ, আমি আশা করি ওর অধীনে দল ভালো খেলবে।’

আগামী ৮ জুন থেকে শুরু হচ্ছে টাইগারদের বিশ্বকাপ যাত্রা। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। মাঝে একদিন বিরতি দিয়ে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে মোকাবেলা করবে লাল-সবুজ বাহিনী। এখন দেখার পালা বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিজেকে কতটা প্রমাণ করতে পারেন শান্ত।

আরও পড়ুন: ভারত-আয়ারল্যান্ড : একটি ম্যাচের জন্য ১৫ বছরের অপেক্ষা!

ক্রিফোস্পোর্টস/৫জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট