ভালো কিছু করার প্রত্যাশা জানিয়েই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছিল টাইগাররা। ওয়ানডে সুপার লিগে তৃতীয় স্থানে থেকে শেষ করা দলটিকে নিয়ে ভক্ত সমর্থকদের আশাও ছিল আকাশ চুম্বী। তবে দুই ম্যাচ বাকি থাকতেই সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ দলের। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গড়ে তোলা দলটি ব্যর্থ হয়েছে কোটি সমর্থকের প্রত্যাশা পূরণে।
বিশ্বকাপে খেলা সাত ম্যাচের ছয়টিতেই হার বাংলাদেশের। ব্যাটে বলে দুই ডিপার্টমেন্টেই ছড়িয়েছে ব্যর্থতা। বিশ্বকাপের আগে ফর্মে থাকা মুশফিক, শান্ত কিংবা সাকিব কেউই জ্বলে উঠতে পারেননি এই টুর্নামেন্টে। তরুণরাও কাজে লাগাতে পারেনি বড় আসরে খেলার সুযোগ।
তবে স্রোতের বিপরীতে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলের বাজে পরিস্থিতিতে একাই টেনে নিয়ে গেছেন দলকে। একাধিকবার লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন তিনি। এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরিয়ান রিয়াদ। টুর্নামেন্টে দেশের হয়ে সর্বোচ্চ রান এসেছে তার ব্যাটে।
এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে খেলা সকল খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার অবস্থান ১৫। দেশের হয়ে ছয় ম্যাচের পাঁচ ইনিংসে ব্যাট করে তার রান সংখ্যা ২৭৪। সাথে রয়েছে একটি করে শতক ও অর্ধশতক।
যে কোম্পানির ব্যাট দিয়ে খেলে পেয়েছেন এমন সফলতা, দিনশেষে ধন্যবাদ জানাতে ভুলেন নি তাদের। তার হাতের যাদুকরী ব্যাটের প্রস্তুতকারী এসএফের কারখানায় ভিজিট করেন দেশ সেরা এই ফিনিশার।
শুক্রবার (৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এসএফ ব্যাট কারখানায় তোলা একটি ছবি পোস্ট করে মাহমুদউল্লাহ লেখেন, আলহামদুলিল্লাহ, আমি আবার একবার এসএফ এর কারখানা পরিদর্শন করলাম। ভালো সময় ছিল। চমৎকার আতিথেয়তার জন্য ধন্যবাদ অনিল ভাই।
আরও পড়ুন: টাইগারদের ব্যর্থতায় পাশে তামিম
ক্রিফোস্পোর্টস/০৩নভেম্বর২৩/এফএস/এমটি