Connect with us
ফুটবল

শেষ ৩৪ মিনিটে ৫ গোল করে দারুণ প্রত্যাবর্তনের গল্প রিয়ালের

Ballon d'Or 2024: Vinicius tops Bellingham
গোল উদযাপনে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। ছবি সংগৃহীত

সান্তিয়াগো বার্নাব্যুতে আজ (বুধবার) ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে প্রথম ১ ঘন্টায় ২ গোলে পিছিয়ে থেকেও শেষ বাঁশি বাজার আগে ৫ গোল দিয়ে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে রিয়াল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক হ্যাটট্রিকে জয় নিয়ে মাঠ ছেড়েছে এ ক্লাবটি।

এ দিন ৩০ মিনিটে ডনিয়েল ম্যালেন এবং ৩৪ মিনিটে জেমি গিটেন্সের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যাই ডর্টমুন্ড। পিছিয়ে পড়ে রিয়াল একের পর এক আক্রমণে অস্থির করে তোলে ডর্টমুন্ডের রক্ষণভাগকে। তবে প্রথমার্ধে কোনো গোলের দেখা পাননি ভিনিরা। ফলে পিছিয়ে থেকে বিরতিতে যান তারা।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে আন্টোনিও রুডিগার গোলে ব্যবধান কমায় রিয়াল। এমবাপ্পের ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন রুডিগার। এরপর দুই মিনিট পরই সমতায় ফেরান ভিনি। শুরুতে রেফারি অফসাইড দেখিয়ে সেটা বাতিল করে দিলেও পরে ভিএআরে আসে গোলের সিদ্ধান্ত।

নির্ধারিত সময়ের ম্যাচের নির্ধারিত সময়ের ৭ মিনিট বাকি থাকতে লুকাস ভাসকেজের গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর আবারও ভিনির হানা। ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটা করেন ভিনিসিয়ুস, নিজেদের অর্ধ থেকে বল নিয়ে এগিয়ে যান ডর্টমুন্ডের অর্ধে, শেষে বক্সের বাইরে থেকে তাঁর অসাধারণ শট যায় জালে। এখানেই তিনি ক্ষান্ত হননি। যোগ হওয়া সময়ের তৃতীয় মিনিটে পেয়ে যান হ্যাটট্রিকও। রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ভিনির তৃতীয় হ্যাটট্রিক, তবে চ্যাম্পিয়নস লিগে এটা প্রথম।

একই রাতে চ্যাম্পিয়নস লিগের অন্য ম্যাচে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে স্টুর্টগার্ট, পিছিয়ে পড়ে পিএসজি ১-১ ড্র করেছে আইন্দহোফেনের সঙ্গে, দোনেৎস্কের বিপক্ষে আর্সেনাল ১-০ গোলে জিতেছে। অ্যাস্টন ভিলা ২-০ গোলে বোলোনিয়াকে হারিয়েছে।

আরও পড়ুন: মিরপুর টেস্টসহ আজকের খেলা (২৩ অক্টোবর ২৫)

ক্রিফোস্পোর্টস/২৩ অক্টোবর ২৪/এইচআই

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল