Connect with us
ক্রিকেট

ইতিহাস গড়ে দেশের মানুষকে জয় উৎসর্গ করলেন রিজওয়ান

Rizwan
মোহাম্মদ রিজওয়ান। ছবি- সংগৃহীত

ঘরের মাঠে কিংবা দেশের বাইরে সময়টা খুব একটা ভালো পাকিস্তান ক্রিকেটের। এতে চাপের মুখে এক পর্যায়ে পরিবর্তন আসে দলটির নেতৃত্বে। সম্প্রতি পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হয়ে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। আর দায়িত্ব নেয়ার পর প্রথম সিরিজে রীতিমতো ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন এই পাক ক্রিকেটার।

অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে পরাজিত করে সময়টিকে বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন রিজওয়ান। কেননা ২০০২ সালের পর এবারই প্রথম অজিদের ঘর থেকে জয় ছিনিয়ে এনেছে পাকিস্তান। পাকিস্তান ছাড়াও ভারত ও শ্রীলঙ্কা একবার করে অস্ট্রেলিয়াকে তাদের ঘরে হারানোর সুখস্মৃতি পেয়েছে।

২০০২ সালে ওয়াকার ইউনিস, ২০১০ সালে কুমার সাঙ্গাকারা ও ২০১৯ সালে বিরাট কোহলির পর চতুর্থ অধিনায়ক হিসেবে রিজওয়ান অস্ট্রেলিয়ার দুর্গ থেকে ওয়ানডে সিরিজের ট্রফি ঘরে নিয়ে ফিরেছেন। এমন অর্জনের পর রিজওয়ান বলেন, ‘আমার জন্য বিশেষ মুহূর্ত। দেশের মানুষ আজ খুব খুশি হবে। গত দুই বছর আমরা প্রত্যাশা অনুযায়ী ভালো খেলতে পারিনি।’

আরও পড়ুন:

» আরসিবিতে কী ফিরছেন মাক্সওয়েল? যা বললেন তিনি

» পাকিস্তানে যেতে আপত্তি ভারতের, লাহোরের অনুষ্ঠান স্থগিত করলো আইসিসি

এদিকে অধিনায়ক হিসেবে বিশেষ কোন কৃতিত্ব নিতে চান না রিজওয়ান। ম্যাচ শেষে তিনি সম্প্রচারকারী মাধ্যমকে বলেছেন, মাঠে দলের কোন একক রাজা ছিল না বরং প্রতিটা খেলোয়াড়ই একেকজন রাজা। এছাড়া রিজওয়ান উল্লেখ করেছেন তিনি কেবল টস আর পুরস্কার বিতরণীর অধিনায়ক। মাঠে ব্যাটিং গ্রুপ, বোলিং গ্রুপ সবাই তাকে পরামর্শ দেয়।

পাকিস্তানের এমন অর্জনকে দেশের সমর্থকদের জন্য উৎসর্গ করেছেন রিজওয়ান। এছাড়া বোলিং ইউনিটকে বিশেষ কৃতিত্ব দিয়েছেন এই জয়ের, ‘সব কৃতিত্ব বোলারদের। অস্ট্রেলিয়াকে তাদের মাঠে হারানো সহজ নয়। সমর্থকরা ফল নিয়ে অতটা ভাবছে না। দেশের মানুষ সব সময়ই আমাদের পাশে আছে এবং এই জয় আমরা তাদেরকেই উৎসর্গ করছি।’

ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট