সবশেষ ওয়ানডে বিশ্বকাপে আশানুরূপ পারফর্ম করতে পারেনি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং দলকে নতুনভাবে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তান। একে একে কোচিং বহর, নির্বাচক এবং অধিনায়কসহ সব দিক থেকেই পরিবর্তন আনা হয়। বিশ্বকাপের পরে বাবর আজম পদত্যাগ করার পরে তিন সংস্করণেই নতুন অধিনায়ক নিয়োগ করে পিসিবি।
যেখানে জাতীয় দলের টি-টোয়েন্টি দলের নতুন নেতৃত্ব দেয়া হয় শাহীন শাহ আফ্রিদির কাঁধে। শাহিনের ডেপুটি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। আজ (সোমবার) ৮ জানুয়ারী বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়েই শাহীন আফ্রিদির ডেপুটি হিসেবে দায়িত্ব শুরু করবেন রিজওয়ান। আগামী ১২ জানুয়ারী থেকে নিউজিল্যান্ডের মাটিতে খেলতে নামবে পাকিস্তান। সিরিজটিকে সামনে রেখেই আজ নিউজিল্যান্ডের অকল্যান্ডে পৌঁছেছে বাবর-রিজওয়ানরা।
পাকিস্তান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রিজওয়ান জাতীয় দলে এখন পর্যন্ত ৮৫ টি ২০ ওভারের ম্যাচ খেলেছেন। ১ শতক ও ২৫ অর্ধ শতকের সাথে রান করেছেন ২ হাজার ৭৯৭। জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার হলেও এতদিন ধরে ম্যান ইন গ্রিনদের কোন নেতৃত্বভার তিনি পাননি।
এরপরেও বাবর আজমের নেতৃত্বকালীন জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রিজওয়ানের। ব্যাটিংয়ে দু’জনের জুটি পাকিস্তানের অনেক জয়ে অনেক অবদান রেখেছে। বাবর আজমের অধীনে ২০২১ এবং ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল পাকিস্তান। প্রথমবার সেমিতে খেললেও পরের বার বিশ্বকাপের ফাইনালে খেলেছিল দেশটি।
আরও পড়ুন: টেস্ট ম্যাচের গুরুত্ব কমিয়ে দেওয়ায় হতাশ ডি ভিলিয়ার্স
ক্রিফোস্পোর্টস/০৮জানুয়ারি২৪/এমএস/এমটি