Connect with us
ক্রিকেট

কোহলি-বাবরকে পেছনে ফেলে নতুন মাইলফলক ছুঁলেন রিজওয়ান

মোহাম্মদ রিজওয়ান। ছবি- ইএসপিএন

ভারতের অন্যতম ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি আর পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার অধিনায়ক বাবর আজম। এতদিন টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৩ হাজার রানের মাইলফলকে রাজত্ব ছিল এই দুই ব্যাটিং সেনসেশনের। তাদের সেই রাজত্ব এবার নিজের করে নিলেন আরেক পাকিস্তানি টপ অর্ডার মোহাম্মদ রিজওয়ান। বর্তমানে টি-টোয়েন্টিতে দ্রুততম তিন হাজার রানের নতুন মাইলফলক ছুঁলেন রিজওয়ান।

গতকাল (২০ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাইলফলকটিতে নিজের নাম লেখান ৩১ বছর বয়সী রিজওয়ান। ৪৫ রানের অপরাজিত ম্যাচজয়ী ইনিংসটি খেলার পথে ব্যক্তিগত ১৯ রানে পৌঁছালে ২০ ওভারের আন্তর্জাতিক খেলায় দ্রুততম তিন হাজার রানের রেকর্ড গড়েন তিনি। বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯২ ম্যাচে ৭৯ ইনিংসে রিজওয়ানের মোট রান ৩০২৬। তার ব্যাটিং গড় ৪৯.৬১। টি-টোয়েন্টিতে এমন গড়ে ব্যাট করতে পারাটা যে কতটা অবিশ্বাস্য সেটা কে ই বা না জানে!

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা রান সংগ্রাহকের তালিকায় পাকিস্তানি উইকেটরক্ষক এখনো বেশ পিছিয়েই আছেন। বর্তমানে তালিকায় তার স্থান ৮ নম্বরে। রিজওয়ানের আগে তিন হাজার রানে পৌঁছতে বিরাট কোহলি ও বাবর আজমের ৮১ টি ইনিংস ব্যাট করতে হয়েছিল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা রান সংগ্রাহকের তালিকার শীর্ষে দুই ভারতীয় টপ অর্ডার বিরাট কোহলি ও রোহিত শর্মার অবস্থান। ১০৯ ইনিংসে শীর্ষে থাকা কোহলির রান ৪০৩৭। দুইয়ে থাকা রোহিতের ৩৯৭৪ রান করতে ১৪৩ ইনিংস ব্যাট করতে হয়েছে। অপরদিকে তিন নম্বরে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজম ১০৪ ইনিংসে ৩৭১২ রান করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে রিজওয়ানের শুরুটা নড়বড়ে হলেও সময়ের সাথে সাথে এখন তিনি টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য। ২০ ওভারের ক্রিকেটে নিজের প্রথম ১৭ ইনিংসে এই হার্ড হিটারের সর্বোচ্চ ইনিংস ছিল ৩৩ রানের। 

২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে অভিষেক হলেও ২০১৯ বিশ্বকাপের পর থেকে তিনি জাতীয় দলে নিয়মিত হয়েছেন। ২০২০ সালের শেষের দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৮৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন রিজওয়ান। তারপর থেকে তিনি যে ছুটছেন… ছুটেই চলেছেন। 

উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বিরাট রোহিত ও বাবরের পরে যথাক্রমে রয়েছেন মার্টিন গাপ্টিল- ৩৫৩১ রান (নিউজিল্যান্ড), পল স্টার্লিং- ৩৪৯১ রান (আয়ারল্যান্ড), অ্যারন ফিঞ্চ- ৩১২০ রান (অস্ট্রেলিয়া) ও ডেভিড ওয়ার্নার- ৩০৯৯ রান (অস্ট্রেলিয়া)।

আরও পড়ুন: যে কারণে বাংলাদেশ-ভারত সিরিজে থাকছেন না আম্পায়ার তানভীর

ক্রিফোস্পোর্টস/২১এপ্রিল২৪/এমএস/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট