Connect with us
ফুটবল

ব্রাজিলে নেইমারের বিপক্ষে খেললেন বাংলাদেশ মাতানো রবসন

Robson Robinho with Neymar Jr
ব্রাজিলে নেইমারের প্রতিপক্ষ বাংলাদেশের লিগে খেলা রবসন। ছবি- সংগৃহীত

গত কয়েক মৌসুমে দেশের ক্লাব ফুটবলে সবচেয়ে সফলতম দল বসুন্ধরা কিংস। তাদের এই সফলতার পেছনে বড় অবদান ছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহোর। কিংসদের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করে দেশের ফুটবল সমর্থকদের কাছে বেশ পরিচিতি লাভ করেন তিনি। তবে সম্প্রতি বসুন্ধরা ছেড়ে ব্রাজিলের ক্লাব পাড়ি জমিয়েছেন এই আগুয়া সান্তায় পাড়ি জমিয়েছেন এই ফুটবলার।

২০২০-২১ মৌসুমে আগুয়া সান্তা থেকে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন রবসন। এরপর কিংসদের জার্সিতে তিন মৌসুম কাটিয়েছেন তিনি। তবে চলতি মৌসুমে পারিশ্রমিক জটিলতার কারণে তিনি বাংলাদেশ ছাড়েন। গুঞ্জন ছিল, বসুন্ধরা ছেড়ে ভারতের ইস্ট বেঙ্গলে পাড়ি জমাবেন রবসন। তবে শেষ পর্যন্ত ফিরে গেলেন ব্রাজিলে সেই পুরোনো ক্লাবে।

গত জানুয়ারিতে আগুয়া সান্তায় যোগ দেন রবসন। ইতোমধ্যে ক্লাবটির হয়ে ৪টি ম্যাচও খেলেছেন তিনি। আর চতুর্থ ম্যাচেই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে প্রতিপক্ষ হিসেবে পেলেন এই ফরোয়ার্ড।


আরও পড়ুন:

» প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের কাছে হারল বাংলাদেশ

» ২০২৫ বিপিএলে টিকিট থেকে আয় কত কোটি, জানাল বিসিবি


 

গতকাল (১৬ ফেব্রুয়ারি) রাতে সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের ম্যাচে নেইমারের ক্লাব সান্তোসের বিপক্ষে মাঠে নেমেছিল রবসনের ক্লাব আগুয়া সান্তা। ম্যাচের ৭৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলে রবসন। যদিও বদলি হিসেবে নেমে বড় কোনো অবদান রাখতে পারেননি তিনি। সান্তোসের কাছে ৩-১ ব্যবধানে হেরে যায় তার ক্লাব। তবে ম্যাচশেষে নেইমারের সঙ্গে ছবি তুলতে ভুল করেননি রবসন।

এদিকে ক’দিন আগেই আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন নেইমার। গতকালের ম্যাচ দিয়ে চলতি মৌসুমে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন এই ফরোয়ার্ড। এর মধ্য দিয়ে ৫০২ দিন পর গোলের দেখা পেয়েছেন এই সুপারস্টার।

ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল