এবারের ব্যালন ডি’অর ছিল নানা নাটকীয়তায় ঘেরা। বিশেষ এই ব্যক্তিগত পুরস্কার পাওয়ার দৌড়ে বিভিন্ন আলোচনা এগিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তবে সবকিছু ছাপিয়ে শেষ পর্যন্ত ব্যালন ডি’অর ওঠে স্পেন ও ম্যানসিটির তারকা মিডফিল্ডার রদ্রির হাতে। এবার পুরস্কার প্রদানের সপ্তাহখানেক পর বিস্তারিত ভোট গণনার তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল।
এদিকে পারফরম্যান্স বিবেচনায় অনেকে ভেবেছিলেন ২০১৪ ব্যালন ডি’অর উঠতে যাচ্ছে ভিনির হাতে। তবে শেষ পর্যন্ত তা হয়নি, কারণ এই পুরস্কার দেয়া হয় সাংবাদিকদের ভোটের মাধ্যমে। ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ১০০ দেশের ৯৯ সাংবাদিক (সিরিয়া বাদে) নির্ধারণ করেছে জয়ী ফুটবলার। যেখানে সর্বোচ্চ ১১৭০ পয়েন্ট পেয়ে ব্যালন ডি’অর নিজের করে নিয়েছেন রদ্রি।
এই তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ ১১২৯ পয়েন্ট পেয়েছিলেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। মাত্র ৪১ ভোটিং পয়েন্টের ব্যবধানে হারতে হয়েছিল তাকে। ভোটের নিয়ম হচ্ছে প্রত্যেক সাংবাদিক তাদের পছন্দের শীর্ষ ১০ খেলোয়াড় বেছে নিবেন। এই তালিকার শীর্ষ থেকে দশম অবস্থানে থাকা ফুটবলার পাবেন যথাক্রমে ১৫, ১২, ১০, ৭, ৫, ৪, ৩, ২, ১ পয়েন্ট।
বিস্তারিত ভোটের হিসাব থেকে জানা যায় মোট ৪৯ জন সাংবাদিকের পছন্দের তালিকার শীর্ষ ছিলেন রদ্রি। অপরদিকে ৩৫ জন সাংবাদিক শীর্ষে রেখেছিলেন ভিনিসিয়াসকে। এদিকে ভোট বিশ্লেষণ করলে দেখা যায় আর্জেন্টিনার সাংবাদিকের পছন্দের তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন ভিনি। তবে তিনি শীর্ষ ভোট পেয়েছেন ব্রাজিল ও স্পেনের সাংবাদিকদের।
আরও পড়ুন:
» যে রেকর্ডে উগান্ডাকে পিছনে ফেললো ভারত
» দীর্ঘ ১৬ মাস পর ২২ গজে ফিরছেন এবাদত
এমন তথ্য প্রকাশ করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’। আর এই তথ্য অনুযায়ী দেখা যায় স্প্যানিশ ফুটবলার হলেও রদ্রি নিজের দেশ থেকে সাংবাদিকদের সমর্থন পাননি। এমনকি বাহরাইন, বলিভিয়া, কলম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও পানামার সাংবাদিকদের পছন্দের তালিকায় ঠাঁই পাননি তিনি।
এদিকে রদ্রির নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিনিসিয়াস জুনিয়র জায়গা পাননি এল সালভাদর, ফিনল্যান্ড ও নামিবিয়ার সাংবাদিকের পছন্দের তালিকায়। সামগ্রিকভাবে সকল দেশের সাংবাদিকদের ভোট গণনা শেষে বিজয়ীর খেতাব পান রদ্রি। যদিও শেষ পর্যন্ত এমন ফলাফলে সমালোচনা করেছেন অসংখ্য ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। কেননা তাদের মতে পারফরম্যান্স বিচারে এগিয়েছিলেন ভিনি।
ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৪/এফএএস