মাঠে এবং মাঠের বাইরে একের পর এক দুঃসংবাদে ক্রমশ অবনতির দিকে যাচ্ছে ব্রাজিল ফুটবল। তবে দীর্ঘদিন পর একটি স্বস্তির খবর পেল ব্রাজিল। অনিয়মের অভিযোগে সিবিএফ সভাপতির পদ হারানো এদনালদো রদ্রিগেজ পুনরায় তার পদ ফিরে পেয়েছেন।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, রদ্রিগেজের পদ পুনর্বহালের নির্দেশ দিয়েছেন ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক গিলমার মেন্দেজ। নির্দেশে লিখেছেন, ‘আমি রিও ডি জেনেইরো কোর্ট অব জাস্টিসের দেওয়া রায়ের প্রভাবকে স্থগিত করছি। পাশাপাশি ২০২২ সালের ২৩ মার্চ সিবিএফের সাধারণ পরিষদ দ্বারা নির্বাচিত নেতৃত্বকে তাৎক্ষণিকভাবে পুনর্বহালের আদেশ দিচ্ছি।’
রদ্রিগেজের পুনর্বহালের পর কিছুটা স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে। ব্রাজিলের কোচ সমস্যা সমাধানে তিনি অনেকটাই আগিয়েছিলেন। তবে তার পদ হারানোর পর টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয় ব্রাজিল ফুটবলে। যদিও তিনে ফিরে আসলেও ব্রাজিলের স্বপ্নের কোচ আনচেলত্তিকে আর দেখা যাবে না ব্রাজিল শিবিরে।
গত ডিসেম্বরে অনিয়মের অভিযোগে এদনালদোকে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতির পদ থেকে অব্যাহতির নির্দেশ দেয় ব্রাজিলের রিও ডি জেনেরিওর আদালত। ফুটবল ফেডারেশনে রাষ্ট্রীয় হস্তক্ষেপের কারণে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) ব্রাজিল জাতীয় দল ও তাদের ক্লাবগুলোকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার হুমকি দেয়।
আরও পড়ুন: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ: একনজরে পূর্ণাঙ্গ সূচি
ক্রিফোস্পোর্টস/০৫জানুয়ারি২৪/এমটি