ভারত-বাংলাদেশ সিরিজের শেষ টেস্ট চলছে ভারতের কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে। ভারতের ঐতিহ্যবাহী স্টেডিয়ামগুলোর মধ্যে গ্রিন পার্ক স্টেডিয়াম অন্যতম। যা ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভারত- বাংলাদেশের দ্বিতীয় টেস্টের টসও অনুষ্ঠিত হয়েছে এই মাঠে। আর সেখানেই ৬০ বছর পর দেখা গেছে এক বিরল দৃশ্যের।
১৯৬৪ সালের পর থেকে দেখা যায় যে গ্রিনপার্ক স্টেডিয়ামে টস জিতলে অধিনায়কেরা বরাবরই আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কারণ কানপুরের পিচ সর্বদা ব্যাটিং স্বর্গ হিসেবে পরিচিত।
১৯৬৪ সাল থেকে চলে আসা ৬০ বছরের রীতিকে ভেঙে দিলেন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা। যা আগে কখনও করেনি অন্য কোনো অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এর আগে এমন সাহস দেখাতে পারিনি অন্য কোনো অধিনায়ক।
রোহিতের এমন সাহসী সিদ্ধান্তে অবাক হয়েছেন টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে দর্শক, ধারাভাষ্যকারসহ অনেকে।
কানপুরে গতকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। গতকালকের বৃষ্টির কারণে আজকে মাঠ ভেজা ছিলে ফলে টসও দেরিতে শুরু হয়েছিলো। মেঘলা আকাশ ও ভেজা মাঠ পেসারদের জন্য উপযোগী।
ফলে বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে চেপে ধরতে এবং ভারতীয় পেস বোলিংকে যথাযথ ব্যবহার করতে রোহিতের এমন সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে ২৮০ রানের জয় পেয়েছে ভারত। তাই আত্মবিশ্বাসী হয়ে আজ কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশকে হোয়াইটওয়াশ মিশনে নেমেছে টিম ইন্ডিয়া। এদিকে হোয়াইটওয়াশ এড়াতে ম্যাচ ড্র বা জেতার কোনো বিকল্প নাই টিম টাইগারদের সামনে।
আরো পড়ুন : আজ ক্রোয়েশিয়াকে হারালেই কোয়ার্টার ফাইনালে উঠবে আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৪/এসআর