বিশ্বকাপে একের পর এক ম্যাচ জিতেই চলেছে ভারত। টানা আট ম্যাচ অপরাজিত থেকে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। আগামীকাল (২৯ জুন) ফাইনালে শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। কিন্তু এখনো ব্যাট হাতে তেমন সফল হতে পারেননি ভারতীয় রান মেশিন বিরাট কোহলি। দলের জয়ে ব্যাট হাতে এখনো নিজের ছায়া হয়ে আছেন ভারতীয় ওপেনার।
গতকালও ইংল্যান্ডের বিপক্ষে ভালো শুরুর পরও ৯ বলে ৯ রানে রিস টপলির বলে বোল্ড হয়েছেন। তবে ভারতের অধিনায়কের বিশ্বাস প্রোটিয়াদের বিপক্ষে ব্যাট হাতে আসল রূপে ফিরবেন ভারতের রান মেশিন। তাদের কোচ রাহুল দ্রাবিড়েরও বিশ্বাস সবকিছু ফাইনালের জন্য জমিয়ে রেখেছেন আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক।
গতকাল ম্যাচ শেষে কোহলির প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, ‘১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা কোহলির জন্য ফর্ম তেমন কোন সমস্যা না। সে কি মাপের খেলোয়াড় সেটা আমরা জানি। আমার মনে হয়, ফাইনালে সে তার আসল রূপে ফিরবে। সবার ক্যারিয়ারেই খারাপ সময় আসে, আবার কেটেও যায়। ওর মধ্যে যে রান ক্ষুধাটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
আরো পড়ুন : ব্যাটারদের এত দীর্ঘ রান খরা আগে দেখিনি : তাসকিন
ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সবশেষ ৯ ইনিংসে কোন হাফ সেঞ্চুরির মুখ দেখেননি কোহলি। বিশ্বকাপের গ্রুপপর্বে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে। আর সব সংস্করণ মিলিয়ে গত ১১ ইনিংসে এখনো অর্ধ শতকের দেখা পাননি সাবেক এই ভারতীয় কাপ্তান।
কোহলিকে নিয়ে দলের কোচ রাহুল দ্রাবিড়ও রোহিতের সুরে সুর মিলিয়েছেন, ‘বিরাট কেমন সেটা আমরা সবাই জানি। টি-টোয়েন্টিতে একটু ঝুঁকিপূর্ণ খেললে আপনি সব সময় সফল না ও হতে পারেন। আজও সে ভালো শুরু করেছিল কিন্তু বল সিমের ওপর মুভমেন্ট করায় (আউট হওয়ার ডেলিভারি) সে বলটি মিস করেছে। তবে তার ইনটেন্ট ইতিবাচক ছিল। আমি বেশি কিছু বলতে চাই না তবে মনে হচ্ছে সামনে ভালো কিছুই আসছে। সে মাঠে সব সময় ইতিবাচক থাকে এবং নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে।’
ক্রিফোস্পোর্টস/২৮জুন২৪/এমএস