ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দল বাজে করলেও ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিতে ভুলেননি এই ওপেনার। যার ফলাফল স্বরূপ আইসিসি র্যাঙ্কিংয়ে এসেছে পরিবর্তন।
আজ বুধবার (১৪ আগস্ট) হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন রোহিত। এটাই তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। এতে পেছনে ফেলেছেন তারই আরেক সতীর্থ শুবমান গিলকে।
রোহিতের বর্তমান রেটিং পয়েন্ট ৭৬৫। লঙ্কানদের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ৫২.৩৩ গড় ও ১৪১.৪৪ স্ট্রাইক রেটে ১৫৭ রান করেছেন এই মারমুখী ওপেনার।
আরও পড়ুন:
» কষ্টের দিনগুলো ভুলে দ্রুত মাঠে ফিরতে চান এবাদত
» মরকেলকে বোলিং কোচ হিসেবে নিয়োগ করলো বিসিসিআই
ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে বরাবরের মতো শীর্ষেই রয়েছেন পাকিস্তানের বাবর আজম। শ্রীলঙ্কা সিরিজে ব্যর্থ হওয়া গিল একধাপ পিছিয়ে তিনে অবস্থান করছেন। তার রেটিং পয়েন্ট ৭৬৩। এছাড়া যৌথভাবে চারে অবস্থান করছেন বিরাট কোহলি ও আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। তাদের রেটিং পয়েন্ট ৭৪৬।
এদিকে ওয়ানডেতে র্যাঙ্কিংয়ে বাংলাদেশি ব্যাটারদের কোনো উন্নতি হয়নি। গত মার্চে সবশেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। যার কারণে র্যাঙ্কিংয়ে তেমন পরিবর্তন আসেনি। ৬০৬ রেটিং পয়েন্ট নিয়ে ২৬ নম্বরে রয়েছেন মুশফিকুর রহিম, যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সেরা অবস্থান।
মুশফিকের পর ৪০ নম্বরে রয়েছেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। তার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। এছাড়া ৪৯ ও ৫৬ নম্বরে থাকা সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের অবস্থানও অপরিবর্তিত।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার কেশাভ মহারাজ। বাংলাদেশিদের মধ্যে একধাপ এগিয়েছেন শরিফুল ইসলাম। ভারতের রবিন্দ্র জাদেজার সঙ্গে যৌথভাবে ২৩ নম্বরে অবস্থান করছেন এই পেসার। এক ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন টাইগার স্পিনার সাকিব আল হাসান।
ক্রিফোস্পোর্টস/১৪আগস্ট২৪/বিটি