
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জিতেছে ভারত। শিরোপা নিয়ে দেশে ফেরার পর গতকাল বিশেষ আয়োজনের মধ্য দিয়ে বিশ্বজয়ীদের বরণ করে নেয়া হয়েছে। ছাদ খোলা বাসে রোহিত-কোহলিরা করেন শিরোপা উদযাপন। মুম্বাইয়ের মেরিন ড্রাইভে তাই হয়ে উঠেছিল ‘জনসমুদ্র’। এরপর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেটারদের জন্যে করা হয় বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা।
এদিকে বিশ্বকাপ জয়ের প্রায় চারদিন পর শিরোপা নিয়ে দেশে ফিরেছে ভারত ক্রিকেট দল। ঘূর্ণিঝড় বেরিলের প্রভাবে দীর্ঘ সময় বার্বাডোজেই আটকা পড়েছিল বিশ্বজয়ী ক্রিকেটাররা। এরপর তাদের দ্রুত দেশে ফেরাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে বিসিসিআই। এয়ার ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেন ক্রিকেট বোর্ড কর্তারা। গতকাল ভোরেই শিরোপা নিয়ে দেশে ফেরেন রোহিত-কোহলিরা।

মুম্বাইয়ের মেরিন ড্রাইভে ‘জনসমুদ্র’।
সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ক্রিকেটারদের সাক্ষাতের পর তাদের জন্য রাতে ছিল বিশেষ আয়োজনের ব্যবস্থা। যেখানে ছাদ খোলা আছে সহস্রাধিক ভক্তদের সামনে দিয়ে শিরোপা উদযাপন করতে করতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছায় ক্রিকেটাররা। এদিন বিশ্বজয়ী ক্রিকেটারদের বরণ করে নিতে রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছিল মুম্বাইয়ের সড়ক ও স্টেডিয়াম।
প্রিয় তারকাদের বিশ্বকাপ ট্রফি হাতে ঐতিহাসিক র্যালির সাক্ষী হতে ফ্যানেদের উৎসাহ-উদ্দীপনার ছিল না কোনো কমতি। মুম্বাইয়ে আরব সাগরের তীরে নামে সমর্থকরদের জনসমুদ্র। তবে বৃষ্টিতে র্যালি কিছুটা দেরিতে শুরু হয়। তার সঙ্গে সমর্থকদের জনপ্লাবনের কারণে রোহিত-কোহলিদের বিজয় রথ এগিয়ে যাওয়াই ছিল কঠিন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছে গানের তালে নেঁচে ওঠেন রোহিত, বিরাট ও হার্দিকরা।

ভারতের বিশ্বকাপ উদযাপন।
স্টেডিয়ামে মাঠের মাঝে তৈরি করা হয় মঞ্চ। তারই সামনে চেয়ারে বসার ব্যবস্থা ক্রিকেটারদের জন্য। ছিলেন বিসিসিআইয়ের কর্মকর্তারাও। শুরুতে ট্রফি রেখে জাতীয় সঙ্গীত গান ক্রিকেটার ও দর্শকরা। সেখানে বিশ্বজয়ীদের জন্য পুরস্কার হিসেবে ঘোষণা করা ১২৫ কোটি রুপি ভারতীয় দলের হাতে তুলে দেন জয় শাহ ও রজার বিন্নী।
আরও পড়ুন:
টাইব্রেকারে এমি মার্টিনেজের নৈপুণ্যে সেমিফাইনালে আর্জেন্টিনা
এলপিএলে মুস্তাফিজ-হৃদয়দের ম্যাচসহ আজকের খেলা (৬ জুলাই ২৪)
ক্রিফোস্পোর্টস/৫জুলাই২৪/এফএএস
