আইপিএলে রোহিত শর্মার অধীনেই পাঁচবার চ্যাম্পিয়ন হয় মুম্বাই ইন্ডিয়ান্স৷ চলতি আসরের শুরুতে সেই রোহিতকে সরিয়ে অধিনায়কত্ব দেয়ার জন্য গুজরাট টাইটান্স থেকে নিয়ে আসা হয় হার্দিক পাণ্ডিয়াকে৷ এতে রোহিত অবশ্য সন্তুষ্ট নয়৷ মৌসুম শেষে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন ‘হিটম্যান’ খ্যাত রোহিত শর্মা৷
হার্দিক পাণ্ডিয়া অধীনে আইপিএলের শুরুটা মোটেও ভালো হয়নি মুম্বাই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টে প্রথম তিন ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে দলটি৷ হার্দিক পান্ডিয়া ও রোহিতা শর্মা দুজনের তিক্ত সম্পর্ক ড্রেসিংরুমেও প্রভাব পড়েছে৷ মুম্বাই ইন্ডিয়ান্সের এক খেলোয়াড়ের বরাত দিয়ে এমনটাই বলছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ টোয়েন্টিফোর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মাঠে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রোহিত ও পান্ডিয়ার মধ্যে অনেক বেশি তর্ক হয়, এমনকি ড্রেসিংরুমেও এমনটা হয়ে থাকে৷
মৌসুমের মাঝপথে মুম্বাইয়ের নেতৃত্বেও পরিবর্তন আসতে পারে—এমনটা ইঙ্গিত দিয়েছে সংবাদমাধ্যমটি। পরিবেশ নিজের অনুকূলে আনতে আর সর্বোচ্চ ২টি ম্যাচ পাবেন পান্ডিয়া। এর পর জয় না পেলে অধিনায়কত্ব হারাতে পারেন তিনি।
অবশ্য সবচেয়ে বেশি গুঞ্জন উঠেছে চলতি মৌসুম শেষে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন রোহিত শর্মা। ভারতীয় জাতীয় দলের অধিনায়ক রোহিত মুম্বাইকে আইপিএলের পাঁচটি শিরোপা জেতানোর পর এবার জার্সি বদল করে অন্য ফ্রাঞ্জাইজিতে যাওয়ার কথা ভাবছেন৷
আরও পড়ুন: জামাইকে ক্রিকেটে মনোযোগ দেওয়ার নির্দেশ শহীদ আফ্রিদির
ক্রিফোস্পোর্টস/৪এপ্রিল২৪/টিএইচ/এমটি