ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে একের পর এক সমালোচনায় বিদ্ধ হতে থাকেন রোহিত শর্মা। প্রথম ওয়ানডেতে চোটের কারণে মাঠের বাইরে থাকা বিরাট কোহলি ফিরে আসায় ইনফর্ম ওপেনার যশস্বী জয়সওয়ালকে বসিয়ে রাখেন তিনি। এমন ঘটনায় ক্ষোভে ফুসতে থাকে ভক্তরা।
আর সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার তো বলেই বসলেন রোহিত শর্মাকে ‘স্বার্থপর’। তার মতে রোহিত নিজেকে বসিয়ে রাখতে পারতেন জয়সওয়ালকে খেলিয়ে। এমনকি কত রান করতে পারেন রোহিত, তাও দেখতে চেয়েছেন গাভাস্কার। তবে সকল সমালোচনার জবাব ব্যাট হাতেই দিলেন ভারতের অধিনায়ক। ৪৮৭ দিন পর হাকালেন দারুন এক সেঞ্চুরি। ইংল্যান্ডকে টানা দ্বিতীয় ম্যাচে পরাজিত করে সিরিজ জিতে নিল ভারত।
আজ কটকে খেলা সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আগে ব্যাট করতে নেবে ৩০৪ রানের বিশাল সংগ্রহ করে সফরকারী ইংল্যান্ড। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় ভারত। শুভমান গিলকে সঙ্গে নিয়ে ওপেনিংয়ে গড়েন ১৩৬ রানের জুটি। শেষ পর্যন্ত ৩৩ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা।
আরও পড়ুন:
» ‘জীবনে এতো মানুষ দেখিনি’, বরিশালের ভক্তদের যে বার্তা দিলেন
» জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে হামজার সাথে নতুন চমক
যেখানে গিল ৬০ ফিরে গেলেও নিজের সেঞ্চুরি পূরণ করেই মাঠ ছাড়েন অধিনায়ক রোহিত। খেলে ৯০ বলে ১১৯ রানের অসাধারণ একটি ইনিংস। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করলেন। যেখানে তিনি হাকিয়েছেন ১২ চারের পাশাপাশি ৭টি বিশাল ছক্কা। প্রায় ১৩২ স্ট্রাইকরেটে খেলা এই ইনিংস দিয়ে যেন সমালোচকদের সকল জবাব দিলেন রোহিত শর্মা।
দীর্ঘদিন পর মাঠে ফিরেও জ্বলে উঠতে পারেননি বিরাট কোহলি। ৫ রান করে বিদায় নিয়েছেন তিনি। তবে এরপর শ্রেয়াস আইয়ার খেলেন ৪৭ বলে ৪৪ রানের ইনিংস। আর ৪৩ বলে ৪১ করে ম্যাচ শেষ করেই ফেরেন অক্ষর পাটেল। এতে করে এক ম্যাচ হাতে রেখেই দুই জয় ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল ভারত।
ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি/এফএএস