Connect with us
ক্রিকেট

লজ্জার রেকর্ড গড়ে শান্তর পাশে রোহিত

shanto and rohit
রোহিত শর্মা এবং নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

ঘরের মাঠে ২৪ বছর পর হোয়াইটওয়াশ হওয়ার পাশাপাশি অধিনায়ক হিসেবে লজ্জার এক রেকর্ড গড়লেন রোহিত শর্মা। আর এই লজ্জার রেকর্ড গড়তে গিয়ে তিনি ভাগ বসিয়েছেন বাংলাদেশের অধিনায়কের নামের পাশে। ২০২৩ সাল থেকে অধিনায়কত্ব করে ঘরের মাঠে এক চক্রে নিউজিল্যান্ডের বিপক্ষে ১টি, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২টা করে মোট ৫ টি টেস্ট হেরেছে বাংলাদেশ। এবং ভারতের মাটিতে তাদের বিপক্ষে হেরেছে ২ টি ম্যাচ। সবমিলিয়ে এক চক্রে শান্তর নেতৃত্বে ৭ টি টেস্ট হেরেছে বাংলাদেশ।

২০২৩ সাল থেকে মাঠে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আসছেন শান্ত। এরই মধ্যে তিনি হয় গেছেন ঘরের মাঠে সর্বাধিক (৫টি) টেস্ট হারা অধিনায়ক। এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ মধ্য দিয়ে সেই রেকর্ডে ভাগ বসালেন রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩য় টেস্টে ১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারত অলআউট হয় ১২১ রানে। ফলে ২৫ রানের জয় নিয়ে ভারতকে হোয়াইটওয়াশ লজ্জা দেয় কিউইরা।

২০২৩ সালের মার্চে ঘরের মাঠে অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট হারে রোহিত। সেই বার ইন্দোর টেস্টে ভারতকে ৯ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। এছাড়াও চলতি বছরে হায়দ্রাবাদে ভারতকে ২৮ রানে হারিয়েছিল ইংল্যান্ড। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ৩টা টেস্টেই হেরেছে ভারত। এতে করেই শান্তর পাশে উঠে এসেছে রোহিত শর্মা।

ঘরের মাঠে ৫ টেস্ট হেরে আরও একটি লজ্জার রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক। ভারতের অধিনায়ক হিসেবে ঘরের মাঠে এর আগে কেউ এত কম সময়ে এত বেশি ম্যাচ হারেনি। ঘরের মাঠে ১৬ টেস্টে নেতৃত্ব দিয়ে তাঁর নামের পাশে ৫ হার। যা তাঁকে সামগ্রিক অধিনায়কের তালিকায় দুই নম্বরে তুলে এনেছে।

এর আগে চারটি টেস্ট হেরে কপিল দেব এবং আজহারউদ্দীনের সাথে একই সারিতে অবস্থান করছিলেন। তবে এবার তাদেরকেও ছাড়িয়ে গেলেন রোহিত। এখন তাঁর উপরে আছেন শুধু মানসুর আলী খান পাতৌদি। যিনি ঘরের মাঠে হেরেছেন ৯ টি টেস্ট।

ভারত সর্বশেষ ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছিল ২০০০ সালে। সেইবার হ্যান্সি ক্রনিয়ের দক্ষিণ আফ্রিকা এমন লজ্জা দেয় শচীন টেন্ডুলকারের ভারতকে। এরপর তো ঘরের মাঠে হোয়াইটওয়াশ তো দূরের কথা ভারত ঘরের মাঠে সিরিজ হেরেছে মাত্র একটা। তাও আবার ২০১২ সালে অর্থাৎ এক যুগ আগে। কিন্তু ২০২৪ সালে এসে ভারতকে ঘরের মাটিতে সিরিজ হারিয়ে এবং হোয়াইটওয়াশ করে সকল পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে নিউজিল্যান্ড।

আরো পড়ুন : ব্যাট হাতে মিরপুরে তামিম, তবে কী শীঘ্রই ২২ গজে ফিরছেন?

ক্রিফোস্পোর্টস/০৩নভেম্বর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট