Connect with us
ক্রিকেট

এক যুগের ক্রিকেটে বিরল নজির গড়লেন রোহিত

Rohit Sharma
রোহিত শর্মা। ছবি- ক্রিকইনফো

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল শুরু হয়েছে আজ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে। যেখানে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অজি কাপ্তান স্টিভেন স্মিথ। আর খেলা শুরুর আগে সেই মুহূর্তেই এক যুগের ক্রিকেটে বিরল এক নজির গড়লেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে খেলার তিন ম্যাচেও টানা টস হেরেছেন রোহিত। শুধু এই টুর্নামেন্টেই নয়, গেল ২০২৩ ভারত বিশ্বকাপের ফাইনালের পর ওয়ানডে ক্রিকেটের টস ভাগ্যে আর জিততে পারেনি ভারত। যেখানে ধারাবাহিক ভাবে তারা ১৪ ম্যাচে টস নিজেদের দিকে আনতে ব্যর্থ হয়েছে।

যার মধ্যে অধিনায়ক হিসেবে ১১ বারই ছিলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে গেল ২৬ বছরের পরিসংখ্যানে রোহিত শর্মার থেকে বেশি টানা টস হারের নজির নেই আর কোন অধিনায়কের। ১৯৯৮ থেকে ১৯৯৯ সালে ওয়ানডে ইতিহাসে টানা সর্বোচ্চ ১২ ম্যাচে টস হেরেছিলেন উইন্ডিজ অধিনায়ক ব্রায়ান লারা।

আরও পড়ুন:

» সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিল্ডিংয়ে ভারত, কেমন হলো একাদশ?

» ১৬ বছরের আক্ষেপ ঘুচাতে ট্রাভিস হেডেই ভরসা অস্ট্রেলিয়ার

এরপর মাঝে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত রোহিত শর্মার সমান ১১ ম্যাচে টস হারের ঘটনা ঘটিয়েছিলেন নেদারল্যান্ডসের অধিনায়ক পিটার বোরেন। আর তারপর পেরিয়ে গেছে এক যুগ। এক যুগের এই ইতিহাসে একক ক্রিকেটার হিসেবে টানা ১১ ম্যাচে টস ভাগ্যে পরাজয়ের নজির গড়লেন রোহিত শর্মা।

প্রসঙ্গত, দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মাঠে নেমেছে ভারত। এর আগে গ্রুপ পর্বে নিজেদের খেলা তিন ম্যাচের সবকটিতে টস হারলেও ম্যাচ জিতেছিল তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে উঠেছে রোহিত শর্মার দল। আজ ম্যাচ জিততে পারলে টানা তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠবে ভারত।

ক্রিফোস্পোর্টস/৪মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট