Connect with us
ক্রিকেট

অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা

Rohit Sharma opens up about retirement rumours
রোহিত শর্মা। ছবি- সংগৃহীত

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের পর অস্ট্রেলিয়ার মাটিতেও হাসছে না রোহিতের ব্যাট। টানা দুই সিরিজে ব্যর্থ ভারতের এই ব্যাটার। । তারপর আবার বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে দল থেকে বাদ পড়েছেন ভারতের এই কাপ্তান । এরপরেই মূলত গুঞ্জন উঠেছে রোহিতের অবসর প্রসঙ্গে। তবে সকল গুঞ্জনের অবসান ঘটিয়েছেন রোহিত নিজেই।

টানা ব্যর্থতার পর যখন সিডনি টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন রোহিত, তখন অনেকের মনে প্রশ্ন জেগেছে মেলবোর্ন টেস্টই হয়ত রোহিতের শেষ টেস্ট। তবে রোহিত জানালেন ভিন্ন কথা। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভাবনা জানিয়েছেন তিনি। এ সময় তিনি বলেন, ‘আমার অবসরের সিদ্ধান্ত একান্তই আমার। অন্য কেউ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কেউ নয়।’

রোহিত আরও বলেন, ‘আমি ভবিষ্যতে কি করব, কোন পথে গেলে আমার জন্য ভালো হবে সেটা সিদ্ধান্ত নেওয়ার মতো জ্ঞান আমার আছে। আমি দুই সন্তানের বাবা। সুতরাং ওইটুকু বুদ্ধি আমার আছে।’

আরও পড়ুন:

» অপরাজিত থেকে ৫৪২ রান করে বিশ্বরেকর্ড ভারতীয় ব্যাটারের

» বিপিএল-২০২৫ : প্রথম পর্ব শেষে কার অবস্থান কোথায়

রোহিত আরও বলেন, ‘আমাদের জীবন কখনও অন্যকারো লেখা,কলম বা ল্যাপটপ দিয়ে নিয়ন্ত্রিত হয় না। আমি ক্রিকেট অনেকদিন ধরে খেলছি। আমি দুই সন্তানের বাবা। একজন পরিণত মানুষ। সুতরাং আমার ক্রিকেট থেকে অবসর বা অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার অন্য কারো নেই। তাই আমাকে কি করতে হবে সেটা আমি ভালোই জানি।’

সিডনি টেস্ট থেকে বাদ পড়ার সঙ্গে অবসর বা অধিনায়কত্ব ছাড়ার কোনো সম্পর্ক নেই বলেও জানান রোহিত। তিনি বলেন, ‘আমি ফর্মহীনতার কারণে খেলছি না। তবে এটা আমার অবসরের সিদ্ধান্ত নয়। আমি দলের সঙ্গেই আছি, এখানেই থাকবো।’

টানা দুই সিরিজে ব্যর্থ হওয়া ভারতীয় এই কাপ্তান সর্বশেষ ৯ টেস্টে ব্যাট করে রান করেছেন ১০.৯৩ গড়ে। চলমান অস্ট্রেলিয়া সিরিজে সেই গড় নেমে দাঁড়িয়েছে ৬.২ এ। যেখানে সর্বশেষ পাঁচ ইনিংসে তাঁর রান যথাক্রমে ৩, ৬, ১০, ৩ এবং ৯ রান। তাঁর এমন বাজে ফর্মের কারণে পিছিয়ে পড়েছেন বোলার জাসপ্রিত বুমরাহর কাছেও। সিডনি টেস্টে বুমরাহর প্রথম ইনিংসই এই সফরে ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রান (২২)। শুধু বাজে ফর্মই নয় প্রশ্নবিদ্ধ ছিল তাঁর অধিনায়কত্বও।

ক্রিফোস্পোর্টস/৪জানুয়ারি২৫/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট