গেল বিশ্বকাপে ফাইনাল হারের পর একপ্রকার নিশ্চুপ হয়ে গিয়েছিল ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে এবার ফাইনালে হারের ২৪ দিন পর মুখ খুললেন রোহিত। জানালেন এমন দুঃস্বপ্ন মুছে ঘুরে দাঁড়ানোর সহজ ছিল না তার জন্য। বিশ্বকাপের পর অতিবাহিত করা কঠিন সময়ের কথা উল্লেখ করেছেন তিনি।
এর আগে বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর বিসিসিআই কর্তাদের সাথে বৈঠক করেছে ভারতের কোচ রাহুল দ্রাবিড়। বৈঠকে যুক্ত থাকলেও নিজের তেমন কোনো মতামত জানাননি রোহিত শর্মা। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকলেও মুখ খোলেননি তিনি।
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে নিজের অনুভূতির প্রকাশ করেন ভারতীয় অধিনায়ক। বেশ আবেগপূর্ণ হয়ে ভিডিওতে কথা বলেছিলেন রোহিত। ‘টিম ৪৫ রো’ নামের এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থেকে করা পোস্টের এই ওপেনার ব্যাটার জানান, বিশ্বকাপ ফাইনালে হারের পর তার জন্য ঘুরে দাঁড়ানো কঠিনই ছিল।
‘রোহিত শর্মা। বিশ্বকাপের পর প্রথমবার। হৃদয় থেকে সরাসরি।’ এমন ক্যাপশনে আপলোড করা ভিডিও পোস্টে তিনি বলেন, ‘আমার কোনো ধারণা ছিল না, কীভাবে এমন পরিস্থিতি থেকে উত্তরণ হওয়া যায় সে ব্যাপারে। প্রথম কিছু দিন, বুঝতে পারছিলাম না কী করব। ফাইনালের পরে ফিরে এসে নতুন শুরু করে এগিয়ে যাওয়া খুব কঠিন ছিল।’
তিনি আরো বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছিলাম আমার মনকে এখান থেকে বেরিয়ে আনতে হবে। আমি উপলব্ধি করতে পারছিলাম লোকজন আমার কাছে আসছে এবং আমাদের যেমন খেলেছি, তা নিয়ে তারা সকলের প্রচেষ্টার প্রশংসা করছে। আমি বুঝতে পারছিলাম তাদের অনুভূতি। সমর্থকরা সবাই আমাদের সাথে আছে। আমাদের মতো তারাও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিল।’
গেল বিশ্বকাপে ঘরের মাঠে শুরু থেকেই দুর্দান্ত ভাবে উড়ছিল ভারত। তবে ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে এক দশক পর আইসিসির কোনো বিশ্ব আসরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় ভারতীয় সমর্থকদের। ফাইনাল হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। সেই সম্মেলনের পর এই প্রথম জনসমক্ষে কথা বললেন রোহিত শর্মা।
আরও পড়ুন: সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ, পাকিস্তানের সহজ ম্যাচ
ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৩/এসএফ/এজে