Connect with us
ক্রিকেট

দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের মুখোমুখি হতে চান রোহিত শর্মা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টস মুহূর্ত। ছবি- সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেটে ভিন্ন মাত্রার এক আমেজ। যখনই দক্ষিণ এশিয়ার এই দুই দেশ মুখোমুখি হয় ক্রিকেট পাড়া নড়েচড়ে বসে। তবে আইসিসি কিংবা এসিসির কোন ইভেন ছাড়া আজকাল আর তেমন দেখা হয় না ভারত-পাকিস্তানের খেলা। মূলত রাজনৈতিক বৈরিতার কারণে প্রায় ১৭ বছর যাবত দ্বিপাক্ষিক কোন সিরিজ খেলে না এই দুদল।

তবে এবার ফের আলোচনায় এসেছে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের বিষয়টি। সম্প্রতি পডকাস্ট অনুষ্ঠান ‘ক্লাব প্রেইরি ফায়ার’-এ এই প্রসঙ্গে আলোচনা হয়। যেখানে উপস্থিত ছিলেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের বিষয়ে মাইকেল ভনের সঙ্গে একমত পোষণ করেন রোহিত। তার মতে দুদলের নিয়মিত টেস্ট সিরিজ আয়োজন হবে দুর্দান্ত বিষয়।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন সেই অনুষ্ঠানে ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ প্রসঙ্গে রোহিতের মতামত জানতে চান। সেই আলোচনায় উঠে আসে ভারত কিংবা পাকিস্তানে না হলেও নিরপেক্ষ কোন ভেনুতে দুদেশের মধ্যে সিরিজ আয়োজন করা যায় কিনা সে বিষয়ে। যেখানে ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত কিংবা অস্ট্রেলিয়ার নামও উঠে আসে।

ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ দুদলের ক্রিকেটের জন্য ভালো হবে কিনা এমন প্রশ্নে রোহিত বলেন, ‘আমি সম্পূর্ণভাবে সেটা বিশ্বাস করি। ওরা ভালো দল। ওদের হাতে দুর্দান্ত বোলার আছে। দারুণ লড়াই হবে। বিশেষত বিদেশের পরিবেশে খেলা হলে সেটা আরও দুর্দান্ত হবে। (ভারত-পাকিস্তান) শেষ টেস্ট ম্যাচটা সম্ভবত খেলেছিল ২০০৬ বা ২০০৮ সালে। আমার যা মনে পড়ছে, তাতে একটি ম্যাচে ওয়াসিম জাফর দ্বিশতক করেছিল।’

India tour of Pakistan 2007

২০০৭ সালে পাকিস্তানের ভারত সফর। ছবি- ইএসপিএন

দুদেশের মধ্যে টেস্ট সিরিজ কতটা কার্যকর হতে পারে সেই বিষয়ে আলোচনাকালে রোহিত বলেন, ‘হ্যাঁ, এমনটা (ভারত-পাকিস্তানের মধ্যে নিয়মিত টেস্ট সিরিজ) হলে দারুণ হবে। দিন শেষে আমরা খেলতে চাই। আমার মনে হয়, এই লড়াইটা (ভারত-পাকিস্তানের টেস্ট) দুর্দান্ত হবে। এমনিতে আমরা ওদের বিপক্ষে আইসিসি টুর্নামেন্টে খেলি। আমি ক্রিকেটের মধ্যে যাবতীয় বিষয় নিয়ে কথা বলছি। আমি অন্য কিছু নিয়ে কথা বলছি না। ব্যাট এবং বলের মধ্যে দারুণ লড়াই হবে।’

সাম্প্রতিক সময়েও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড প্রকাশ্যে এ নিয়ে নিজেদের মতামত জানিয়েছে। তারা ভারত-পাকিস্তানসহ একাধিক দেশের অংশগ্রহণে সিরিজ আয়োজন করতে আগ্রহ প্রকাশ করে। সর্বশেষ ২০১২-১৩ মৌসুমে মিসবাহ-উল হকের নেতৃত্বে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল। তবে পরে সেটি স্থগিত হয়ে যায়।

উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ ২০০৭ সালে টেস্ট সিরিজ আয়োজিত হয়েছিল। সেবার ঘরের মাঠে পাকিস্তানকে ১-০ ব্যবধানে সিরিজ হারিয়েছিল ভারত। এর আগে অবশ্য পাকিস্তান সফরে গিয়েও সিরিজ জিতে এসেছিল সফরকারীরা। তবে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান হিসাব করলে ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে পাকিস্তান এগিয়ে আছে অপরদিকে ভারত দাপট দেখিয়েছে টি-টোয়েন্টিতে।

আরও পড়ুন: ক্রিকেটে উন্নতি করতে বাংলাদেশের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৪/এফএএস  

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট