যুক্তরাষ্ট্র থেকে ওয়েস্ট ইন্ডিজ, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ছুটে চলেছে অদম্য গতিতে। গোটা টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজেয় থেকেই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রোহিত শর্মার দল। গতকাল রাতে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়ে শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে পৌঁছে গেছে ভারত।
গতকাল ম্যাচের শুরু থেকেই অনিশ্চয়তা জেকে বসেছিল গায়ানার আকাশে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ অনেকটা বিলম্বের পর হয়েছে শেষ। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৭১ রান তুলতে সক্ষম হয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভারতের বোলিং দাপটে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় ইংলিশদের ব্যাটিং ইনিংস। হেতে ৬৮ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে এসে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘দল হিসাবে আমাদের খুব শান্ত থাকতে হবে। কারণ, মাথা ঠান্ডা থাকলে তবেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। ফাইনালে জিততে হলে ভাল ক্রিকেট খেলা ছাড়া কোনো উপায় নেই। আমরা এবার আক্রমণাত্মক ক্রিকেট খেলছি। সেটাই ফাইনালে আরও একবার খেলতে চাই।’
বিশ্বকাপে ভারত সাফল্য পেলেও দলের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির ব্যাটে নেই রান। তবে এই অভিজ্ঞ ক্রিকেটারের ওপর পূর্ণ আস্থা রয়েছে রোহিতের। তিনি বলেন, ‘কোহলি কেমন ক্রিকেটার তা আমরা সবাই জানি। সবার ক্যারিয়ারেই খারাপ সময় আসে। ও জাত ক্রিকেটার। সেটই গুরুত্বপূর্ণ। খারাপ সময় কেটে যায়। ওর রান করার কতটা তাগিদ রয়েছে সেটা দেখা যাচ্ছে। ফাইনালেও সে ওপেন করবে।’
তবে দল হিসেবে দারুন খেলায় ভারতের সাফল্য এনে দিয়েছে বলে মনে করেন রোহিত। এছাড়া সেমিতে উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারাকে পার্থক্য গড়ে দেওয়ার কারণও বলছেন তিনি, ‘আমরা দল হিসেবে খুব পরিশ্রম করেছি। এই জয়ে সবার অবদান রয়েছে। আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল। সেটা আমরা জিতেছি। পরিস্থিতি অনুযায়ী খেলেছি আমরা। সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।’
আরও পড়ুন: ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত
ক্রিফোস্পোর্টস/২৮জুন২৪/এফএএস