Connect with us
ক্রিকেট

আইপিএলে টানা হারের সঙ্গে রোহিতের লজ্জার রেকর্ড

Rohit Sharma
রোহিত শর্মা। ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সতেরো তম আসরের শুরুটা যাচ্ছেতাই হয়েছে টুর্নামেন্টের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্সের। হার্দিক পান্ডিয়াকে অধিনায়কত্ব দেয়ায় ক্রিকেটারদের দুই দলে ভাগ হওয়ার সঙ্গে সঙ্গে টানা তিন ম্যাচ হেরে অস্বস্তিতে মুম্বাই শিবির। এর মধ্যে রান খরায় ভুগছেন সময়ের সেরা ওপেনার ও ফ্র্যাঞ্চাইজিটির সাবেক সফলতম অধিনায়ক রোহিত শর্মাও।

এই রোহিতের হাত ধরে মুম্বাই যৌথভাবে সর্বোচ্চ পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন। যদিও এবার সবাইকে অবাক করে দিয়ে রোহিতের জায়গায় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দলপতি করার ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

মূলত ‘হিট ম্যান’ রোহিত যেন চাপমুক্তভাবে আরও ধারালো ব্যাটিং করতে পারেন সেজন্যই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছিল মুকেশ আম্বানির দল। কিন্তু আসরে টানা তিন ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ভারত অধিনায়ক। এমনকি গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে প্রথম বলেই আউট হয়ে এক লজ্জার কীর্তিতে নাম তুলে ফেলেছেন এই হার্ড হিটার।

গতকালের ম্যাচে ডাক মারার মধ্য দিয়ে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ১৭ বার শূণ্য রানে আউট হওয়ার অনাকাঙ্ক্ষিত এক নজির গড়েছেন রোহিত। অবশ্য তিনি একাই নন, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইকেটরক্ষক ব্যাটার দিনেশ কার্তিকের নাম এই কীর্তিতে আগে থেকেই ছিল।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৫ বার ডাক মেরেছেন চার জন যেখানে গ্লেন ম্যাক্সওয়েল, সুনীল নারিনের মত বিধ্বংসী ব্যাটাররা রয়েছেন। ১৪ বার ডাক মারার নজির আছে আম্বাতি রাইডু, রশীদ খান ও মনীশ পাণ্ডের মত ব্যাটসম্যানদের।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও দ্বিতীয় সর্বোচ্চ ১২ বার শূণ্য রানে আউট হয়েছেন এই ভারতীয় কিংবদন্তি। ১৩ বার ডাক মেরে এই কীর্তির একচ্ছত্র আধিপত্য আয়ারল্যান্ডের পল স্টার্লিং এর। আর বিশ্বব্যাপী স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪৩ বার ডাক মারার রেকর্ডে যৌথভাবে দু’জনের নাম রয়েছে। একজন ক্যারিবীয় তারকা অলরাউন্ডার সুনীল নারিন, আরেকজন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। দু’জনেরই সর্বোচ্চ ৪৩ বার শূণ্য রানে সাজ ঘরে ফেরার নজির রয়েছে।

আরও পড়ুন: আইপিএলের সূচিতে পরিবর্তন 

ক্রিফোস্পোর্টস/২এপ্রিল২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট