টিম আর্জেন্টিনা স্কোয়াডের অন্যতম সদস্য এমিলিয়ানো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরো। টিম সতীর্থের বাইরে তাদের মধ্যে রয়েছে ভালো বন্ধুত্ব। আর্জেন্টাইন দুই তারকা ফুটবলারই খেলেন প্রিমিয়ার লিগে। মার্টিনেজ খেলেন অ্যাস্টন ভিলার হয়ে, আর রোমেরো সামলান টটেনহামের রক্ষণ দেয়াল।
তবে প্রতিপক্ষ হয়ে মাঠে নামলে কেউ ছেড়ে কথা বলেন না। মাঠে উজার করে দেন নিজেদের সর্বোচ্চটা। নিজ দেশের হয়ে সতীর্থ মার্টিনেজ যেমন অনন্য ঠিক উল্টো প্রতিপক্ষ মার্টিনেজ। রোমেরোর চোখে প্রতিপক্ষ মার্টিনেজ ‘অসহ্যকর’—পাগলাটে।
জাতীয় দলে দিবু নামে পরিচিত মার্টিনেজকে নিয়ে এবার আর্জেন্টাইন সংবাদমাধ্যম ডিস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোমেরো বলেন, ‘আসলে দিবু তো একটা পাগল। প্রতিপক্ষ হিসেবে সে অসহ্যকর। এখন নিজের সেরা সময়টাই সে কাটাচ্ছে। আর্জেন্টাইন হিসেবে বিষয়টা বেশ উপভোগ করি। এসে এখন বিশ্বসেরা গোলকিপার। এটা দেখতে ভালোই লাগে। মানুষ হিসেবেও দিবু (মার্টিনেজ) অসাধারণ।’
আরও পড়ুন :
» বিশ্বকাপের পর কোচ বদলাচ্ছে ভারত, গাঙ্গুলীর বার্তা নিয়ে রহস্য
» ইতালির ফুটবল অধ্যায় সমাপ্ত করলেন লিওনার্দো বনুচ্চি
» টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪: যুক্ত হচ্ছে যত নতুন নিয়ম
এদিকে আসন্ন জুনেই মার্কিন মুলুকে বসতে যাচ্ছে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট—কোপা আমেরিকা। কাতার বিশ্বকাপ জয়ের পর দলটির টার্গেট আরেকটি কোপা আমেরিকা জয়। আলবিসেলেস্ত শিবির এবারও স্বপ্ন বুনছে দলের অন্যতম কাণ্ডারি লিওনেল মেসিকে নিয়ে।
মেসিকে নিয়ে ২৬ বছর বয়সী রোমেরোও বলেন, ‘তার চমৎকার ক্যারিয়ারে যে ট্রফিগুলো মিস করছিল, সেগুলো অর্জনে আমরা তার সঙ্গে ছিলাম। তার হাতে ট্রফি তুলে ধরা দেখাটা বেশ চমৎকার। সে যত দিন থাকবে, তত দিনই আমরা এটা উপভোগ করবো।’
এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২০ জুন কানাডার বিপক্ষে। ‘এ’ গ্রুপে মেসিদের বাকি দুই প্রতিপক্ষ পেরু ও চিলি।
ক্রিফোস্পোর্টস/৩১মে২৪/এসএ