Connect with us
ফুটবল

এবারের কোপায় ব্রাজিল দল নিয়ে আশাবাদী নন রোনালদিনহো

Ronaldinho Gaucho
ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদিনহো। ছবি - সংগৃহীত

২০১৯ সালের পর আবারও কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধারের জন্য মাঠে নামবে ব্রাজিল। ২০২১ সালে কোপার ফাইনালে খেললেও সেবার আর্জেন্টিনার কাছে হেরে শিরোপার স্বপ্ন ধুলিস্যাৎ হয়েছিল সেলেসাওদের। এবার তাই নতুন কোচের অধীনে আবারও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতাটি জিততে চায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু প্রতিযোগিতা শুরুর আগে এবার দল নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো।

দলে কোন কিছু ঠিকভাবে চলছে না বলে রোনালদিনহো জানান, এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের খেলা তিনি দেখবেন না। গত ১৭ বছরের মধ্যে মোটে একবার এই শিরোপা ঘরে তুলতে পারা ব্রাজিল দলের বর্তমান অবস্থাও খুব একটা আশা জাগানিয়া নয়। ইনজুরির পর পুনর্বাসন প্রক্রিয়া শেষ না হওয়ায় এবারের কোপায় ব্রাজিল দলক সুযোগ পাননি নেইমার। মিডফিল্ডার ক্যাসেমিরোকেও দলে রাখেননি কোচ দরিভাল জুনিয়র। তাই বলা যায়, আসন্ন টুর্নামেন্ট জেতার জন্য বেশ কাঠখড় পোড়াতে হবে ভিনিসিয়ুস জুনিয়রদের।

তার উপর তাদের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা আছে দুর্দান্ত ছন্দে। তাদের সঙ্গে রয়েছে বিশ্বকাপ জয়ের আত্নবিশ্বাস। আর এবার লাতিন অঞ্চলের ১০ দলের সঙ্গে কনমেবলের আরও ৬ দল শিরোপার জন্য লড়াইয়ে নামবে। তাই এবারও সেলেসাওদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সবশেষ খেলা দুই প্রীতি ম্যাচেও আহামরি প্রত্যাশা জাগাতে পারেনি দরিভাল জুনিয়রের শিষ্যরা। তাই ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোও এবারের দল নিয়ে আশায় বুক বাঁধতে পারছেন না।

আরো পড়ুন : কোপা আমেরিকার মিশনে নামার আগে যে বিশেষ বার্তা দিলেন মেসি

দল নিয়ে নিজের প্রত্যাশার কথা জানাতে গিয়ে এক ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে এই তারকা বলেন, ‘দলে কোন কিছুই ঠিকঠাক নেই। দলের খেলোয়াড়দের সাহস ও নিবেদনের ঘাটতি রয়েছে। তাদের মধ্যে আকাঙ্ক্ষা, শান্তি সব কিছুই অনুপস্থিত। তাদের উচিত হবে ভালো ফুটবল উপহার দেওয়া। আমি ব্রাজিলকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। কোপা আমেরিকায় তাদের কোন ম্যাচ আমি দেখবো না।’

যুক্তরাষ্ট্রের মাটিতে কোপা আমেরিকার ৪৮ তম আসরটি শুরু হবে আগামী ২১ জুলাই থেকে। প্রথম দিনেই মাঠে নামবে আসরের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপে থাকা ব্রাজিলের অভিজান শুরু হবে ২৫ জুন থেকে কোস্টারিকার বিপক্ষে ম্যাচ খেলার মধ্য দিয়ে।

ক্রিফোস্পোর্টস/১৫জুন২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল