চলতি সৌদি প্রো-লিগে শিরোপার দৌড়ে আল হিলালের পেছনেই রয়েছে নাসর। গেল রাতে আল শাবাবকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে রোনালদোর আল নাসর। দলের জয়ের রাতে গোল পেয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো নিজেও।
সৌদি প্রো-লিগের চলতি আসরে এটি রোনালদোর ২২তম গোল। যা ক্লাব ফুটবলে পর্তুগিজ তারকার মোট গোল সংখ্যাকে নিয়ে গেছে ৭৫০-এ। পাশাপাশি ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে রোনালদোর গোল সংখ্যা এখন ৮৭৭টি।
গতকাল রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে সৌদি প্রো-লিগের ম্যাচে আল শাবাবের ঘরের মাঠে তাদের বিপক্ষে ৩-২ গোলের জয় তুলে নিয়েছে আল নাসর। এদিন আল নাসরের হয়ে একটি গোল পেয়েছেন রোনালদো। নিজের জোড়া পূর্ণ করে দলকে জিতিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার তালিস্কা।
এদিন ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত আল নাসর। দশম মিনিটে সাদিও মানের গোল কাটা পড়ে অফসাইডে। এরপর বক্সের মধ্যে প্রতিপক্ষ ফুটবলারের হাতে বল লাগলে পেনাল্টি পায় আল নাসর। পেনাল্টি নেন রোনালদো; ঝাপিয়ে পড়েও থামাতে ব্যর্থ হন শাবাবের গোল রক্ষক।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের মধ্যে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় আল শাবাব। সেখান থেকে গোল করে বিরতির আগেই দলকে সমতায় ফেরান কারেসকো। এদিকে বিরতি থেকে ফিরে দ্বিতীয় আর্ধের প্রথম মিনিটেই আল নাসরকে ফের এগিয়ে দেন তালিস্কা।
সতীর্থের বাড়িয়ে দেওয়া বল বক্সের বাইরে পেয়ে যান তিনি। একাই বল নিয়ে এগিয়ে গিয়ে জোরালো শটে লক্ষ্য ভেদ করেন তালিস্কা। তার শটের গতির সামনে পরাস্ত হন প্রতিপক্ষ গোলকিপার। তবে আল নাসরের সেই লিড ধরে রাখা হয়নি বেশিক্ষণ। ম্যাচের ৬৭তম মিনিটে গোল করে শাবাবকে সমতায় ফেরান কার্লোস জুনিয়র।
ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোতে থাকে তখন নির্ধারিত সময়ের চার মিনিট আগে জয়সূচক গোল করে আল নাসরকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দেন তালিস্কা। এই জয়ে নিজেদের খেলা ২১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে রয়েছে আল নাসর। অপরদিকে এক ম্যাচ কম খেলেই ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আল হিলাল।
আরও পড়ুন: চেলসিকে হারিয়ে লিগ কাপের চ্যাম্পিয়ন লিভারপুল
ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৪/এফএএস